ফাইল ছবি
বেলাগাম করোনা সংক্রমণ। ভারতে আক্রান্ত ৩৮ লক্ষ ৫৩ হাজার ৪০৭ জন। মৃত্যু হয়েছে ৬৭ হাজার ৩৭৬ জনের। রাজ্যে মোট আক্রান্ত ১,৭১,৬৮১ জন। এখনওপর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩৯৪ জনের। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১০.৪০: কলকাতা পুলিশে কমছে করোনার সংক্রমণ, ফের প্লাজমা দান করলেন তিন পুলিশকর্মী। বৃহস্পতিবার তিনজন পুলিশকর্মী তিন করোনা আক্রান্তকে প্লাজমা দান করে তাঁদের প্রাণ বাঁচান। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনজন পুলিশের কাছে আবেদন করে জানান, তাদের কারও বাবা, কারও বা পরিচিত করোনায় আক্রান্ত। তাঁদের প্লাজমা থেরাপির অত্যন্ত প্রয়োজন।
রাত ১০: হিমাচল প্রদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৬৬১৫, মৃত্যু হয়েছে ৪৮ জনের।
Himachal Pradesh’s #COVID19 case tally stands at 6,615. The number of active and recovered cases is 1,708 and 4,818. Death toll 48: State Health Department pic.twitter.com/8PWhlSsDT0
— ANI (@ANI) September 3, 2020
রাত ৯.২৮: করোনার ধাক্কায় কলকাতার দুর্গাপুজোর আয়োজনে সাহায্য করতে দমকলের বিধিনিষেধ অনেকটাই শিথিল হতে চলেছে। ইঙ্গিত দিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।
রাত ৯: দিল্লিতে কনটেনমেন্ট জোনের বাইরে পানশালা খোলা হচ্ছে ৯ তারিখ থেকে। ৩০ তারিখ পর্যন্ত পরীক্ষামূলকভাবে খোলা থাকবে বলে সিদ্ধান্ত প্রশাসনের।
Bars shall be permitted outside containment zones in Delhi from Sept 9 to Sept 30 on a trial basis subject to strict compliance to COVID-19 SOPs: Delhi Govt https://t.co/HeESava06V
— ANI (@ANI) September 3, 2020
রাত ৮.৪৮: পশ্চিমবঙ্গে করোনা গ্রাফে তেমন স্বস্তি নেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২৯৮৪ জন, মৃত্যু হয়েছে ৫৫ জনের।
রাত ৮.৩২: টলিউডে ফের করোনার থাবা। আক্রান্ত ছোটপর্দার আরও দুই অভিনেতা। কোভিড পজিটিভ দেবযানী চট্টোপাধ্য়ায় ও সায়ক চক্রবর্তী।
রাত ৮.১৮:হরিয়ানার সোনেপতে সাই সেন্টারে করোনা আক্রান্ত তিন সিনিয়র কুস্তিগির। দীপক পুনিয়া, নবীন, কৃষাণের রিপোর্ট আজই পজিটিভ এসেছে।
রাত ৮.১০: গোয়ায় বৃহস্পতিবার আক্রান্ত হলেন ৭১৩ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯,৩৫৫।
With 713 new #COVID19 positive cases detected today, Goa’s total case tally rises to 19,355 including 4,782 active cases, 14,361 recovered cases and 212 deaths: State Health Department pic.twitter.com/FRSSa8Xjqa
— ANI (@ANI) September 3, 2020
সন্ধ্যা ৭.৫০: পাঞ্জাবে নতুন করে আক্রান্ত ১৫২৭।
সন্ধ্যা ৭.৪০: করোনাযুদ্ধে জয়ী হলেন রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরী ও পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র। যদিও তাঁর চিকিৎসক ছেলে করোনা পজিটিভ হওয়ায় বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।
সন্ধ্যা ৬.৪৫: তামিলনাড়ুতে নতুন করে আক্রান্ত ৫,৮৯২ জন। মৃত্যু হয়েছে ৯২ জনের।
Tamil Nadu reported 5,892 new COVID-19 cases, 6,110 discharges and 92 deaths in the last 24 hours, taking active cases to 52,070, discharges to 3,86,173 and death toll to 7,608: State Health Department pic.twitter.com/Sa61nxl9GO
— ANI (@ANI) September 3, 2020
সন্ধ্যা ৬.৩০: প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষুধি পরিযোজনা প্রকল্পে উৎপাদিত আটটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী পণ্যের উদ্বোধন করলেন কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া।
Union Minister of Chemicals & Fertilizers DV Sadananda Gowda today launched 8 nutraceutical-immunity boosting products under Pradhan Mantri Bhartiya Janaushadhi Priyojana (PMBJP) for sale through Janaushadhi Kendras across the country: Ministry of Chemicals and Fertilizers pic.twitter.com/UWmeyXn6cO
— ANI (@ANI) September 3, 2020
সন্ধ্যা ৬.১০: মহারাষ্ট্রের পুনেতে আক্রান্তের সংখ্যা ছাড়াল এক লক্ষের গণ্ডি। পুরসভা এখনও পর্যন্ত করোনা মোকাবিলায় ৩০০ কোটি টাকা খরচ করেছে বলে জানালেন পুনের মেয়র মুরলিধর মোহোল।
There are over 1 lakh #COVID19 patients in Pune. Our focus is to increase oxygen beds & ventilators & recruit staff members who know how to use these equipment properly. There is no shortage of funds. The PMC has already used Rs 300 crore towards this: Murlidhar Mohol, Pune Mayor pic.twitter.com/Cnz8oxa1m3
— ANI (@ANI) September 3, 2020
বিকেল ৫.৪০: আক্রান্ত হয়ে মারা গেলেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সহকারী প্রধানশিক্ষক আশিস কর (৫৫)।
বিকেল ৫.২০:করোনার সংক্রমণ বৃদ্ধির কারণেই রাজ্যের মন্দিরগুলি খোলার ঝুঁকি নিচ্ছে না মহারাষ্ট্র সরকার। বৃহস্পতিবার এই দাবিই করলেন শিব সেনার মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত।
The government has no desire to keep temples closed in Maharashtra either, and a decision in this regards will be taken with full preparation. But we need to keep in mind that number of COVID-19 cases is rising day by day: Shiv Sena MP Sanjay Raut pic.twitter.com/zLlLKRFnHH
— ANI (@ANI) September 3, 2020
বিকেল ৪.৫০: বিহারে নতুন করে আক্রান্ত ১৯২২ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮,০২৯।
1,922 more #COVID19 positive cases were reported in Bihar on 2nd September. Taking the total count of active cases in the state to 18,029: State Health Department
— ANI (@ANI) September 3, 2020
বিকেল ৪.১৭: করোনামুক্ত হয়ে বিগ বি শুটিং শুরু করার পরই সেটের ২ জন আক্রান্ত। প্রোডাকশন হাউসের তরফে খবর মেলায় চিন্তার পারদ চড়ল সেটে।
বিকেল ৪.১৫: আগামী ৯ এবং ১০ তারিখ বসছে রাজ্য বিধানসভার অধিবেশন। প্রত্যেক বিধায়ক, বিধানসভার কর্মী ও সাংবাদিকদের অ্যান্টিজেন টেস্ট করিয়ে আধঘণ্টার মধ্যে রিপোর্ট সংগ্রহ করতে হবে। করোনা নেগেটিভ হলেই মিলবে বিধানসভা কক্ষে প্রবেশের অনুমতি। বৃহস্পতিবার এছাড়া আরও একাধিক নিয়ম চালু করা হচ্ছে, জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
বিকেল ৪টে: দেশজুড়ে ২৯ লক্ষ ৭০ হাজারের বেশি করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব।
The number of recovered cases is now more than 29.70 lakh which is 3.5 times more than active cases: Rajesh Bhushan, Secretary, Union Health Ministry on #COVID19 situation in the country pic.twitter.com/y62yDej22Q
— ANI (@ANI) September 3, 2020
দুপুর ৩.৪৫: বাদল অধিবেশন চলাকালীন পাঁচদিন অন্তর প্রত্যেক বিধায়কের নমুনা পরীক্ষা হবে বলে জানালেন কর্ণাটকের পরিষদীয় মন্ত্রী।
দুপুর ২.৪৫: ভেষজ উপাদান দিয়ে রোগ প্রতিরোধকারী রুম ফ্রেশনার বানাল পুনের ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড টেকনোলজি। করোনার সংক্রমণ রুখতে এটি কার্যকারী ভূমিকা পালন করবে বলেই মনে করছে প্রতিরক্ষা মন্ত্রক।
Defence Institute of Advanced Technology, a Deemed to be University, Pune has now developed a herbal-based immunity-boosting room freshener product named “Healthy Air” to contain the spread of COVID-19: Ministry of Defence pic.twitter.com/0G794E06UV
— ANI (@ANI) September 3, 2020
দুপুর ২.১৫: ‘ব্যাংকিং সেক্টর আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড। তাই আমরা এমন কোনও সিদ্ধান্ত নিতে পারি না যাতে অর্থনীতি দুর্বল হয়ে পড়ে।’ ইএমআই সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে এই মন্তব্যই করলেন সলিসিটার জেনারেল তুষার মেহেতা।
Solicitor General Tushar Mehta said in the Supreme Court that the banking sector is the backbone of our economy, we can’t take any decision which can weaken the economy. https://t.co/luO2kkoldA
— ANI (@ANI) September 3, 2020
দুপুর ১.১৫: নবান্নের বৈঠকেও স্থির হল না মেট্রো চলাচলের দিনক্ষণ। জিএম-এর সঙ্গে ফের আরেকপ্রস্ত আলোচনার জন্য সময় চাইলেন মেট্রো কর্তারা।
দুপুর ১: হিমাচল প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬,৪৮২।
Himachal Pradesh’s #COVID19 case tally rises to 6,482 including 1,649 active cases, 4,742 recovered cases and 44 deaths: State Health Department pic.twitter.com/5fu0nMCVzc
— ANI (@ANI) September 3, 2020
বেলা ১২.০৯: আনলক ফোরে জোরকদমে চলছে মেট্রো চলাচলের তোড়জোড়। রাজীব চক মেট্রো স্টেশনে চলছে স্যানিটাইজেশনের কাজ।
Preparations underway at Rajiv Chowk metro station as Delhi Metro rail gears up to resume services from September 7 as part of #Unlock4. pic.twitter.com/XWLVCvl64A
— ANI (@ANI) September 3, 2020
বেলা ১১.১৫: আর্টারি-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফেরানো হল ভারতে আটকে পড়া পাকিস্তানের বেশ কয়েকজনকে।
Punjab: Few Pakistani nationals who were stuck in India due to #COVID19 lockdown crossed over to Pakistan via Attari-Wagah border today.
“I came in March & got stuck here due to lockdown. I thank MEA & Pakistan High Commission for helping me,” says a Karachi resident. pic.twitter.com/X4oINuIP79
— ANI (@ANI) September 3, 2020
সকাল ১০.৫৫: করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে উত্তরাখণ্ডের মুখ্যসচিবের দপ্তর।
In view of rise in #COVID19 cases in the Uttarakhand Secretariat, the State Secretariat Association has demanded the Chief Secretary to completely shut down the secretariat for a week.
Two sections & 7 offices of Secretariat sealed after a few positive cases were reported.
— ANI (@ANI) September 3, 2020
সকাল ১০.৪৮: মহারাষ্ট্রে করোনা আক্রান্ত আরও ৪২৪ জন পুলিশকর্মী। মৃত্যু হয়েছে আরও ৫ জনের।
424 more Maharashtra police personnel tested #COVID19 positive while 5 died, in the last 24 hours. Total number of positive cases in the police force rise to 16,015 including 2,838 active cases, 13,014 recoveries & 163 deaths till date: Maharashtra Police pic.twitter.com/1VMACIo7uL
— ANI (@ANI) September 3, 2020
সকাল ১০.৪৬: রাজস্থানে আজ সকাল সাড়ে দশটা পর্যন্ত করোনা আক্রান্ত আরও ৭০৫ জন।
705 new #COVID19 positive cases and 7 deaths reported in Rajasthan till 10:30 am today. Total number of cases now at 85379 including 13421 active cases and 1088 deaths: State Health Department pic.twitter.com/IO2X4azLw0
— ANI (@ANI) September 3, 2020
সকাল ১০.৪২: ওড়িশায় করোনা আক্রান্ত আরও ৩,৬৩১ জন।
3631 new #COVID19 positive cases, 3303 recoveries and 8 deaths reported in Odisha as on September 2. Total number of cases now at 113411 including 84073 recoveries, 28763 active cases and 522 deaths: State Health Department
— ANI (@ANI) September 3, 2020
সকাল ১০.২১: বিসিসিআইয়ের সিনিয়র মেডিক্যাল টিমের সদস্য করোনা আক্রান্ত।
সকাল ১০.৯: মেট্রো নিয়ে আজ বৈঠক নবান্নে।
সকাল ৯.৩৯: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৮৩ হাজার ৮৮৩ জন। মৃত্যু হয়েছে ১,০৪৩ জনের।
Single-day spike of 83,883 new positive cases & 1,043 deaths reported in India, in the last 24 hours.#COVID19 case tally in the country stands at 38,53,407 including 8,15,538 active cases, 29,70,493 cured/discharged/migrated & 67,376 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/J4rOeHJVx8
— ANI (@ANI) September 3, 2020
সকাল ৯.২২: তেলেঙ্গানায় করোনা আক্রান্ত আরও ২,৮১৭ জন।
2,817 fresh #COVID19 cases, 2,611 recoveries & 10 deaths reported in Telangana on 2nd September, taking the total number of cases to 1,33,406 in the state.
Total number of cases includes 1,00,013 recoveries, 32,537 active cases and 856 deaths so far: State Health Department pic.twitter.com/E9uwqmb5sF
— ANI (@ANI) September 3, 2020
সকাল ৮.১৮: প্রাক্তন রেসলিং তারকা এবং অভিনেতা ‘দ্য রক’ খ্যাত সস্ত্রীক ডোয়েন জনসন এবং তাঁদের সন্তান করোনা আক্রান্ত। ইনস্টাগ্রামে নিজেই দুঃসংবাদটি জানান।
সকাল ৭.৩৭: প্রয়াত করোনা আক্রান্ত কর্ণাটকের জেডিএস নেতা আপ্পাজি গোদা।
Karnataka: JD(S) leader and former MLA from Bhadravathi in Shivamogga, Appaji Gowda (in file pic) passed away last night at the age of 67. He had tested positive for #COVID19 and was admitted to hospital after developing chest pain. pic.twitter.com/jMfu0UB0re
— ANI (@ANI) September 3, 2020
সকাল ৭.৩৭: ভারতে কমেছে করোনায় মৃত্যুর হার। বেশি করে পরীক্ষা হওয়ার ফলেই খুব তাড়াতাড়ি অসুস্থকে শনাক্ত করে উপযুক্ত চিকিৎসা শুরু করা সম্ভব হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১১ লক্ষ ৭০ হাজার করোনা পরীক্ষা করা হয়েছে, জানাল স্বাস্থ্যমন্ত্রক।
Over 11,70,000 tests done in last 24 hours. High levels of testing sustained over a period of time in widespread areas enable to diagnose cases early & facilitate seamless isolation & hospitalisation. It eventually leads to low mortality rate: Ministry of Health & Family Welfare pic.twitter.com/wkiRhyTvtq
— ANI (@ANI) September 3, 2020
সকাল ৬.০৫: অভিনেতা দিলীপ কুমারের ছোট ভাই এহসান খানের মৃত্যু। সম্প্রতি করোনা আক্রান্ত হন তিনি। এছাড়াও একাধিক শারীরিক সমস্যা ছিল তাঁর।
Ehsan Khan, younger brother of veteran actor Dilip Kumar passed away at 11 pm yesterday. He had tested positive for #COVID19 and had heart disease, hypertension and Alzheimer: Lilavati hospital, Mumbai #Maharashtra
— ANI (@ANI) September 3, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.