সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোররাতে চলন্ত ট্রেনে আগুন। অল্পের জন্য রক্ষা পেলেন হাওড়াগামী কালকা মেলের যাত্রীরা। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে হরিয়ানার কুরুক্ষেত্র স্টেশনের কাছে। ট্রেনের একটি কামরা ভষ্মীভুত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। রেল জানিয়েছে, অগ্নিকাণ্ডে যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। তবে দু’জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের ভরতি করা হয়েছে হাসপাতালে। অগ্নিদগ্ধ কামরাটিকে আলাদা করার পর ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে কালকা মেল।
[ সাতসকালে কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই, নিকেশ ২ জেহাদি]
ঘড়িতে রাত তিনটে। ট্রেনের বেশিরভাগ যাত্রীই ঘুমিয়েছিলেন। হাওড়াগামী কালকা মেল যখন হরিয়ানার কুরুক্ষেত্র স্টেশনে কাছাকাছি পৌঁছায়, তখন ইঞ্জিনের ঠিক পরের কামরায় আগুন লেগে যায়। ঘটনাটি নজরে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি ট্রেন থামিয়ে দেন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেল ও দমকলের পদস্থ আধিকারিকরা। অল্প কিছুক্ষণের মধ্যে কালকা মেলের আগুন নিভিয়েও ফেলা হয়। কিন্তু, ততক্ষণে ট্রেনের একটি কামরা কার্যত ভস্মীভূত হয়েছে গিয়েছে। এদিকে অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও, প্রবল ধোঁয়ার অসুস্থ হয়ে পড়েন দু’জন যাত্রী। তাঁদের ভরতি করা হয় স্থানীয় হাসপাতালে। রেলের তরফে জানানো হয়েছে, অগ্নিদগ্ধ কামরাটিকে কালকা মেল থেকে আলাদা করা হয়েছে।কামরাটি ছাড়ায় ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে দূরপাল্লার ট্রেনটি। দিন কয়েক আগে উত্তরপ্রদেশের ঝাঁসি স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের আগুন লেগে গিয়েছিল। আগুনে ভস্মীভূত হয়ে যায় ট্রেনের একটি কামরা। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রেল।
Haryana: Fire had broken out in the front coach of Kalka Howrah Express between Dhirpur to Dhoda Khedi Railway Station, near Kurukshetra earlier this morning. No casualties reported. 2 passengers, facing breathing difficulties, shifted to a hospital. Train movement is normal.
— ANI (@ANI) 27 November 2018
[ ছত্তিশগড়ে সেনার গুলিতে খতম ৮ মাওবাদী, শহিদ দুই পুলিশকর্মী]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.