সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : আগুন জ্বলছে আমার বুকে। রবিবারের বিহারের বারাউনি জেলায় একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্যের শুরুতেই পুলওয়ামার জঙ্গি হামলায় শহিদ বিহারের ভাগলপুরের বাসিন্দা রতন ঠাকুর ও পাটনার সঞ্জয় কুমার সিংয়ের প্রতি শ্রদ্ধা জানান তিনি। তারপর বলেন, “সঞ্জয় কুমার সিং আর রতন কুমার ঠাকুরকে স্যালুট জানাই। দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন তাঁরা। তাঁদের পরিবারের সদস্যদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রয়েছে। তবে এখানে যারা আছেন তাঁদের বলব এই ঘটনায় পরে আপনাদের মতো আমার বুকেও আগুন জ্বলছে।”
[পাঁচ বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা প্রত্যাহার, চরম পদক্ষেপ প্রশাসনের]
গত বৃহস্পতিবার জম্মু-শ্রীনগর হাইওয়ে দিয়ে যাওয়ার সময় সিআরপিএফের কনভয়ে হামলা চালায় জইশ জঙ্গিরা। শহিদ হন ৪৯ জন জওয়ান। এরপরই গোটা দেশ জুড়ে বদলা চাই বলে স্লোগান ওঠে। ওইদিন প্রধানমন্ত্রী টুইট করেন, পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপর হামলা একটি ঘৃণিত ঘটনা। আমি তীব্রভাবে এই কাপুরুষোচিত ঘটনার নিন্দা করছি। আমাদের বীর জওয়ানদের আত্মবলিদান কখনই ব্যর্থ হবে না। গোটা দেশ কাঁধে কাঁধ মিলিয়ে শহিদদের পরিবারের পাশে আছে।
[পাকিস্তানকে ভাতে মারতে তৎপর নয়াদিল্লি, তৈরি চূড়ান্ত কৌশল]
এরপর থেকে গত কয়েকদিন প্রধানমন্ত্রী টুইট করার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে গিয়েও পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন। ঘটনার পরের দিনই বলেন, দেশের সেনার উপর হামলা চালিয়ে ভুল করেছে এর পিছনে থাকা ব্যক্তিরা। কাউকে রেয়াত করা হবে না। পাকিস্তানের থেকে মোস্ট ফেভারড নেশনের তকমা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি সেখান থেকে এদেশে বিক্রির জন্য আনা পণ্যের উপর ২০০ শতাংশ কাস্টমস ডিউটি চাপিয়ে দেয়। কাশ্মীরের বিছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তার জন্য মোতায়েন নিরাপত্তা রক্ষীদেরও তুলে নেওয়া হয়। আন্তর্জাতিক সংগঠনগুলির কাছে জইশ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করার দাবিও তোলে।
ভারতের পাশে দাঁড়িয়ে পুলওয়ামায় জঙ্গি হামলার নিন্দা করেছে আমেরিকা-সহ ৪০টি দেশও। শুধু তাই নয়, পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ করতেও বলেছে ট্রাম্প প্রশাসন। আত্মরক্ষার্থে ভারতের প্রত্যাঘাত করার অধিকার আছে বলেও সরকারিভাবে বিবৃতি দিয়েছে। এখন দেখার সবাইকে পাশে পেয়েও পাকিস্তানের আশ্রয়ে থাকা জইশ প্রধান মাসুদ আজহারের কী করতে পারে মোদি সরকার? দেশের প্রায় সব রাজনৈতিক দলগুলির পাশাপাশি সাধারণ মানুষও যখন বদলা চাইছে তখন শুধু প্রতিশ্রুতি দিয়ে যে কোনও কাজ হবে না তা আজ দিনের আলোর মতোই স্পষ্ট। তবে নিন্দুকেরা বলছেন, উরির বদলা হিসেবে সার্জিকাল স্ট্রাইক করা হয়েছে দাবি করা হলেও মুম্বইয়ের ২৬/১১-এর হামলার কোনও প্রতিশোধ এখনও পর্যন্ত নিতে পারেনি ভারত। কোনও শাস্তি দিতে পারেনি এই হামলার মাস্টারমাইন্ড লস্কর প্রধান সৈয়দ হাফিজ সইদকেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.