Advertisement
Advertisement

Breaking News

ভয়াবহ আগুন মুম্বই স্টক এক্সচেঞ্জ লাগোয়া ভবনে

আগুনের গ্রাসে জে কে সোমানি ভবন৷

 Fire guts building near Bombay Stock Exchange
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 1, 2016 8:47 am
  • Updated:December 1, 2016 9:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার মধ্যরাতে ভয়াবহ আগুন লাগল মুম্বই স্টক এক্সচেঞ্জের পাশের জে কে সোমানি ভবনে৷ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ২০টি ইঞ্জিন৷ শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনও খবর নেই৷

দমকল সূত্রের খবর, এদিন মধ্যরাতে প্রায় দেড়টা নাগদ সোমানি ভবনে আগুন লাগে৷ প্রথমে ভবনের দোতলায় আগুন লাগে৷ পরে তা তিনতলাতেও ছড়িয়ে যায়৷ আগুনের তীব্রতার আঁচ টের পান আশেপাশে ভবনের বাসিন্দারাও৷ পুরো এলাকা সাময়িকভাবে খালি করে দেওয়া হয়৷

Advertisement

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২০টি ইঞ্জিন৷ পুলিশ ও মেডিক্যাল টিমও পৌঁছায়৷ বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা৷ কীভাবে এই আগুন লাগল, তা নিয়ে এখনও ধন্দে দমকল ও পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement