Advertisement
Advertisement

দিল্লির সিজিও কমপ্লেক্সে বিধ্বংসী আগুন, সরকারি নথি নষ্টের আশঙ্কা

ঘটনাস্থলে দমকলের ২৪ টি ইঞ্জিন।

Fire engulfs CGO Complex in Delhi
Published by: Subhajit Mandal
  • Posted:March 6, 2019 9:56 am
  • Updated:March 6, 2019 9:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে বিধ্বংসী আগুন দিল্লির সিজিও কমপ্লেক্সে। বুধবার সকালে দিল্লির প্রগতি বিহার এলাকায় কেন্দ্রীয় সরকারের অফিস কমপ্লেক্সে আগুন লাগে। সিজিও কমপ্লেক্সের পঞ্চমতলে পণ্ডিত দীনদয়াল অন্ত্যোদয় ভবনে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২৪ টি ইঞ্জিন।পণ্ডিত দীনদয়াল অন্ত্যোদয় ভবনে কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রকের দপ্তর রয়েছে।

[অভিযোগ থেকে শিক্ষা, এবার ট্রেনের খাবারের প্যাকেটে থাকবে বার কোড]

বুধবার সকাল সাড়ে ৮ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে প্রথম আগুনের ফুলকি দেখা যায়। এলাকা ছেয়ে যায় কালো ধোঁয়ায়। এরপরই স্থানীয়রা খবর দেন দমকলে। সরকারি দপ্তরে আগুন লাগার খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। ঘটনাস্থলে পাঠানো হয় দমকলের ২৪ টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে, দমকল কর্মীদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। দিল্লির দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, আপাতত আগুন নিয়ন্ত্রণে এবং ঘটনাস্থলে কুলিং-এর কাজ চলছে। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে, হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

[বিশ্বে দূষণ তালিকায় শীর্ষে গুরগাঁও, বাড়ছে উদ্বেগ]

লোধি রোড এলাকার এই বিল্ডিংটিতে প্রচুর সরকারি দপ্তর রয়েছে। এর ফলে, এই অফিসে আগুন লাগায় বহু গুরুত্বপূর্ণ সরকারি নথি পুড়ে ছাই হয়ে যেতে পারে বলে আশঙ্কা। তবে, এখনই স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। গতমাসেও একবার সিজিও কমপ্লেক্সের বিল্ডিংটিতে আগুন লাগে। একদশ তলের বিল্ডিংটির প্রথম তলের একটি অফিসে সর্ট সার্কিট থেকে আগুন লাগে সেবার। ঘটনাস্থলে যায় দমকলের ১৮ টি ইঞ্জিন। ঘটনাস্থলে পাঠানো হয় দমকলের ১৮টি ইঞ্জিন। একের পর এক অগ্নিকাণ্ডে এই বিল্ডিংটির অগ্নি নির্বাপণ ব্যাবস্থা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement