Advertisement
Advertisement

ভোররাতে দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দ্রুত বাড়ছে মৃতের সংখ্যা

এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

  Fire broke out in Hotel Arpit Palace in Delhi's Karol Bagh
Published by: Tanujit Das
  • Posted:February 12, 2019 8:48 am
  • Updated:February 12, 2019 10:02 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিল্লির কারোলবাগ এলাকার একটি অভিজাত হোটেলে৷ এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ২৭টি ইঞ্জিন৷ যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা৷ ন’জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে৷ সংখ্যাটা আরও বাড়তে পারে বলে অনুমান৷ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ সূত্রের খবর, আতঙ্কে হোটেলের চার তলা থেকে ঝাঁপ দিয়েছেন অনেকে৷ কীভাবে আগুন লাগল তা নিয়ে এখনও ধন্দে রয়েছেন দমকল কর্মীরা৷

[“এই ইভিএমে ভোট হলে লন্ডনেও ফুটবে পদ্ম”, শিব সেনার নয়া কটাক্ষ ]

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে রাতে কারোলবাগ এলাকার প্রসিদ্ধ হোটেল অর্পিত প্যালেস থেকে হঠাৎই ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা৷ যত সময় গড়ায় ওই ধোঁয়া গাঢ় থেকে গাঢ়তর হয়৷ পাল্লা দিয়ে বাড়ে আগুনের লেলিহান শিখা৷ ধোঁয়া দেখার সঙ্গে সঙ্গেই হোটেলের মধ্যে থাকা মানুষজনকে বাইরে বের করে আনার চেষ্টা শুরু করেন স্থানীয়রা৷ কিন্তু ক্রমশই আগুন বাড়তে থাকায় সেই কাজ বাধাপ্রাপ্ত হয়৷ খবর দেওয়া হয় দমকলে৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীরা৷ তাঁরা ভিতরে আটকে পড়া বেশ কয়েক জনকে বাইরে বের করে আনেন৷ কিন্তু হোটেলের বেশির ভাগ অংশে আগুন ছড়িয়ে পড়ায় সেই কাজ বাধাপ্রাপ্ত হয়৷ ফলে আরও অনেকে ভিতরে আটকে যায় বলে সূত্রের খবর৷

[টুইটারে ভারতের দ্রুততম ট্রেনের ‘নকল’ ভিডিও পোস্ট, বিতর্কে রেলমন্ত্রী]

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আতঙ্কের বশে কয়েকজন হোটেলের বিভিন্ন তল থেকে নীচে ঝাঁপ দেয়৷ এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৯৷ গুরুতর জখম অবস্থায় বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর৷ দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে৷ অথবা গ্যাস লিক করেও আগুন লাগতে পারে৷ এখন কিছুটা আয়ত্তে এসেছে আগুন৷ তবে জোরকদমে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement