Advertisement
Advertisement

Breaking News

রাসায়নিক কারখানায় আগুন, ছড়াল আতঙ্ক

এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান এখনও স্পষ্ট নয়৷

Fire broke out in a chemical factory in Maharashtra's Akola
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 31, 2016 11:06 am
  • Updated:December 31, 2016 11:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে মহারাষ্ট্র৷ শুক্রবার পুণের এক বেকারিতে ভয়াবহ আগুন লাগায় মৃত্যু হয় ছয় ব্যক্তির৷ আর সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবার ঘটে গেল দুর্ঘটনা৷ শুক্রবার মহারাষ্ট্রের আকলায় আগুন লাগে৷

একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে এই আগুন লাগে বলে সংবাদসংস্থা সূত্রে খবর৷ এদিন সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়৷ রাসায়নিক কারখানায় লাগা আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন৷ ঘটনাস্থলে আসে দমকলের ১২ টি ইঞ্জিন৷ আগুন নেভানোর প্রচেষ্টা জারি রয়েছে বলে জানা গিয়েছে৷ তাদের প্রচেষ্টায় বর্তমানে পরিস্থিতির খানিক সামাল দেওয়া গিয়েছে৷ যদিও এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান এখনও স্পষ্ট নয়৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement