সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানীতে একের পর এক অগ্নিকাণ্ড। প্রথমে করোলবাগের হোটেল, তারপর পশ্চিম দিল্লির ঝুপড়ি। আজ ফের নয়াদিল্লির নারায়ণা এলাকায় একটি ফ্যাক্টারিতে বড়সড় আগুন। বৃহস্পতিবার ভোরবেলা আগুন লাগে গ্রিটিংস কার্ড তৈরির কারখানাটিতে। স্থানীয় বাসিন্দারা প্রথমে কারখানার ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন। এরপরই আস্তে আস্তে ছড়িয়ে পড়ে আগুন। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় দমকলের ১২ টি ইঞ্জিন। কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে ইঞ্জিন সংখ্যা বাড়ানো হয়। শেষ খবর পর্যন্ত ২৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে। তবে, আগুন এখনও বাগে আনা সম্ভব হয়নি।
নারায়ণা এলাকায় প্রচুর কারখানা রয়েছে। কার্যত দিল্লির শিল্প তালুক এটি। তাই এই এলাকায় আগুন লাগায় বেশ আশঙ্কায় দমকলকর্মীরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া গ্রিটিংস কার্ডের কারখানার ভিতরে প্রচুর দাহ্য পদার্থ থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। এর ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বাগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। তবে, স্বস্তির কথা, কারখানার ভিতরে কারও আটকে থাকার কোনও খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়।
গত তিনদিন ধরেই লাগাতার অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্কিত দিল্লিবাসী। মঙ্গলবার ভোরে দিল্লির করোলবাগের এক অভিজাত হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। করোলবাগের সেই হোটেলের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে দমকলকে। গ্রেপ্তার হয়েছেন হোটেলের জেনারেল ম্যানেজার। মঙ্গলবারই গভীর রাতে দিল্লির পশ্চিম পুরিতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় অন্তত আড়াইশো ঝুপড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় একসঙ্গে দমকলের ২৮টি ইঞ্জিন। রাতভর কাজের পর বুধবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে।
#WATCH A medium category fire broke out at a paper card factory in Naraina Industrial Area, Phase I, early morning today; Total 23 fire tenders engaged in fire fighting operations, no casualties reported pic.twitter.com/l6wiOjfELO
— ANI (@ANI) February 14, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.