সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদ ভবনে (Parliament) আগুন। বুধবার সকালে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। যদিও কিছুক্ষণের মধ্যে আগুন (Fire) নিয়ন্ত্রণে চলে আসে। ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।
সংসদ ভবনে অধিবেশন চলছে। এদিন শীতকালীন অধিবেশনের (Winter Session) তৃতীয় দিন। কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদরা হাজির থাকছেন সংসদে। সংসদ ভবনের বাইরে বিরোধীদের ধরনা চলছে। এর মাঝেই সংসদ ভবনে অগ্নিকাণ্ড ঘিরে আতঙ্ক ছড়াল। তবে এই অগ্নিকাণ্ডের সময় মন্ত্রী, সাংসদরা সংসদ ভবনে উপস্থিত ছিলেন না।
বুধবার সকাল ৮টা নাগাদ আগুন লাগে সংসদের ৫৯ নম্বর ঘরে। খবর পেয়ে ছুটে আসে দমকাল বাহিনী। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
Delhi | A fire broke out in Room number 59 of Parliament at 0800 hours today, fire under control now, say Fire Department
— ANI (@ANI) December 1, 2021
প্রসঙ্গত, ২৯ নভেম্বর থেকে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। কেন্দ্রের শাসকদল ও বিরোধীদের বাদানুবাদে উত্তপ্ত সংসদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.