Advertisement
Advertisement

Breaking News

Mumbai

মুম্বইয়ের ১৪ তলার আবাসনে ভয়াবহ আগুন, মৃত ৩

সকাল ৮ টার সময় ওই আবাসনের ১০ তলায় আগুন লাগে।

Fire breaks out in Mumbai's 14th floor apartment, 3 dead

প্রতীকী ছবি।

Published by: Subhankar Patra
  • Posted:October 16, 2024 2:16 pm
  • Updated:October 17, 2024 3:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের লোখান্ডওয়ালার ১৪ তলার একটি আবাসনে। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে তিন জনের। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, সকাল ৮ টার দিকে ৪ ক্রস রোডের ওই আবাসনের ১০ তলায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে অন্য অংশে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন চন্দ্রপ্রকাশ সোনি (৭৪), কান্তা সোনি (৭৪) এবং পেলুবেতা (৪২)। আগুন লাগার পর নিজেদের ঘরে আটকে পড়েন তাঁরা। খবর পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে দমকল ও পুলিশ। দীর্ঘ চেষ্টার পর আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা। দ্রুত তাঁদের স্থানীয় কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

এদিকে, প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।  বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কীভাবে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। মামলা দায়ের করে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।  

চলতি মাসের শুরুতে মুম্বইয়ের চেম্বুরের একটি আবাসনে আগুন লাগে। সেই ঘটনায় একই পরিবারের সাত জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৭ বছরের এক বালিকা ছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার অগ্নিকাণ্ড।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement