প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই দিল্লিতে (Delhi) মর্মান্তিক দুর্ঘটনা। উসকে গেল কলকাতার আমরি কাণ্ডের স্মৃতি। আগুন ধরে গেল নার্সিংহোমে। রবিবার সকালে দাউদাউ করে জ্বলছে দিল্লির গ্রেটার কৈলাস এলাকার ই ব্লকের এক নার্সিংহোম। আগুনে পুড়ে ইতিমধ্যে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। গুরুতর জখম আরও অন্তত ৬। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।
গ্রেটার কৈলাসের নার্সিংহোমটি মূলত প্রবীণ নাগরিকদের চিকিৎসা চলে। তাঁদের দেখভালের ব্যবস্থা রয়েছে সেখানে। দিল্লি দমকল বিভাগ সূত্রে খবর, এদিন সকাল ৫টা ১৪ মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় তারা। সঙ্গে সঙ্গে দমকলের চারটি ইঞ্জিন ছুটে যায় ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। চিকিৎসাধীন ২ জনের মৃত্যুর খবর মিলেছে। ৬ জনকে উদ্ধার করা হলেও তাঁদের চোট গুরুতর। এদিকে ঘন্টা কয়েকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে সূত্রের খবর। পকেট ফায়ার এখনও রয়ে গিয়েছে। সেগুসি নেভানোর চেষ্টা চলছে।
নার্সিংহোমে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। দমকল বিভাগের কর্মীরা কারণ অনুসন্ধান চালাচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন ধরে যায় নার্সিংহোমে।
Fire broke out at a Senior Citizen Care Home in E Block, Greater Kailash II. Fire officials, and police present on the spot. 2 people died, and 6 safely evacuated. Fire has been brought under control: Delhi Fire Service
— ANI (@ANI) January 1, 2023
প্রসঙ্গত, কয়েক বছর আগে ঢাকুরিয়া এলাকায় বেসরকারি হাসপাতালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আগুন ধরে মৃত্য়ু হয়েছিল বহু রোগীর। নতুন বছরের শুরুতেই দিল্লির এই অগ্নিকাণ্ড ফের একবার সেই ভয়াবহ স্মৃতি উসকে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.