সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরুতেই বিপত্তি। লখনউয়ের (Lucknow) এক হোটেলে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটেছে। হোটেলের ঘরে ছিলেন একাধিক আবাসিক। কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। কয়েকজনের আগুনে পুড়ে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাটি ঘটেছে লখনউয়ের হজরতগঞ্জ এলাকার অভিজাত হোটেল লেভানায়। সোমবার সকালে হোটেল থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। আগুন টের পেয়ে হোটেলের কয়েকজন আবাসিক ও কর্মী বেরিয়ে আসেন। কিন্তু কয়েকজন আবাসিক ভিতরে ছিলেন বলে খবর।
#WATCH | Uttar Pradesh: Fire breaks out at a hotel in Hazratganj in Lucknow. Efforts underway to evacuate the people in the hotel rooms. Details awaited. pic.twitter.com/gxKy6oYyOO
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 5, 2022
স্থানীয়রাই দমকলে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে পৌঁছান দমকলের কর্মীরা। আসে উদ্ধারকারী দল। আগুন নেভাবার চেষ্টার পাশাপাশি আটকে থাকা আবাসিকদেরও উদ্ধারের কাজ শুরু হয়। মই ব্যবহার করে হোটেলের জানলার কাচ ভেঙে কয়েকজনকে উদ্ধার করা হয়। তবে কয়েকজনের ঝলসে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
লখনউয়ের হজরতগঞ্জের এলাকাটি এমনিতে জনমবহুল থাকে। কিন্তু সকালের দিকে রাস্তায় তেমন লোকজন ছিল না বলেই খবর। সবে কয়েকটি দোকানপাট খোলা হচ্ছিল। হোটেলের আবাসিকরাও ঘুমিয়েই ছিলেন। এক আবাসিক জানান, সকাল সকাল তাঁর ঘুম ভেঙে যায়। পোড়া গন্ধ পান তিনি। ঘর থেকে বের হতেই ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গে হোটেল থেকে দৌঁড়ে বেরিয়ে আসেন। কী কারণে এই আগুন লাগার ঘটনা ঘটল, উদ্ধারকাজ শেষ হলেই তা খতিয়ে দেখবে দমকল। পাশাপাশি হোটেলের অগ্নিনির্বাপক ব্যবস্থা ঠিক ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।
#UPDATE | UP: Firefighting & rescue operations underway at Hotel Levana in Hazratganj, Lucknow where a fire broke out this morning. Three ambulances & fire tenders are present at the spot
Security personnel wear an oxygen mask to enter the hotel to evacuate people stuck inside. pic.twitter.com/78wUNBc6SF
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 5, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.