সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির দূরদর্শন ভবনে লাগল আগুন। ইতমধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের আটটি ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।
Fire broke out in an AC plant of Doordarshan Bhawan at Mandi House. Fire Official says, ‘the fire was controlled within 10 mins. 8 fire tenders are present on the spot. No casualty has been reported.’ #Delhi pic.twitter.com/8NV3wIR8HZ
— ANI (@ANI) August 22, 2018
সেন্ট্রাল দিল্লির মান্ডি হাউস এলাকার দুরদর্শন ভবনে বুধবার সকালে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। পরে আরও চারটি ইঞ্জিন পৌঁছায় বলে খবর। মিনিট দশেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন কর্মীরা। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, দূরদর্শন ভবনের এয়ার কন্ডিশনিং প্লান্ট থেকেই আগুন লেগে যায়। তবে আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। প্রাণহানীর কোনও খবরও নেই। তবে ঠিক কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। বকরি ইদের দিন সকালে আচমকাই আগুন লাগায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়।
এদিনই সাতসকালে আগুনের আতঙ্ক ছড়িয়েছিল মুম্বইয়ে। বাণিজ্যনগরী পারেল এলাকার হিন্দমাতা সিনেমার পাশে ক্রিস্টাল টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। প্রথমে লেভেল-২ আখ্যা দেওয়া হয় আগুনকে। ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। কিন্তু পরে আগুন বাড়তে থাকলে তাকে লেভেল-৩ মাপের আগুন বলা হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত অন্তত ১৪ জন। বহুতলে কেউ আটকে রয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.