সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগুন লাগল বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনের বাড়িতে। বেলা দুটো নাগাদ মুম্বইয়ের ওরলি এলাকার ওই বহুতলের ৩৪ তলায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। এই মুহূর্তে আগুন নেভাতে তৎপর দমকলকর্মীরা। ঘটনাস্থলে রয়েছেন বেশ কয়েকজন দমকল আধিকারিক। মুম্বই পুলিশের একটি টিমও যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। আগুন এখন নিয়্ন্ত্রণে।
#UPDATE Level – II fire in a building at Appasaheb Marathe Marg in Prabhadevi locality in Worli: More than 90 people rescued safely. 6 fire engines, 5 jumbo tankers and an ambulance at the spot. Firefighting operations underway. #Mumbai pic.twitter.com/S3vhxvuFfE
— ANI (@ANI) June 13, 2018
[শুটিং ভুলে বিশ্বকাপে মেতেছেন টলিউডের নায়করা]
মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহুতল আবাসনের ৩৪ তলায় প্রথম আগুন লাগে। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। ততক্ষণে আগুন ওপরের দুটি তলায় ছড়িয়ে গিয়েছে। আবাসনের বাসিন্দাদের নিরাপদেই নামিয়ে আনা সম্ভব হয়েছে। ৯০টি পরিবার থাকে গোটা আবাসনে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। বাসিন্দাদের সকলেই সুস্থ আছেন। এখনও আগুন নেভানোর কাজ চলছে। দমকলের আধিকারিকরা ঘুরে দেখছেন ক্ষতিগ্রস্ত দুটি ফ্লোর। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। তবে গোটা ঘটনাই তদন্ত করে দেখা হবে।
Fire on top floor of Building at Prabhadevi, Mumbai#PrabhadeviFire #Fire #Prabhadevi #FireInMumbai pic.twitter.com/YLTPZBpM0f
— Suresh Yadav 🇮🇳 (@icaisuresh) June 13, 2018
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই আগুন লেগেছিল দক্ষিণ মুম্বইয়ে আয়কর দপ্তরের অফিসে। সেখানেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বাণিজ্য নগরীর বহুতল আবাসন সিন্ধিয়া হাউজিংয়ের চারতলায় রয়েছে আয়কর দপ্তরের অফিস। এর আগে গত অক্টোবরে বড়সড় আগুন লাগে বান্দ্রার লে মের বিল্ডিংয়ে। ওই আবাসনেই থাকেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনের মা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.