Advertisement
Advertisement

Breaking News

Rajkot

দোলের দিন রাজকোটে বহুতলে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত তিন, আটকে ৩০ বাসিন্দা

ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন।

Fire breaks out at Building in Rajkot 3 person dead

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:March 14, 2025 1:51 pm
  • Updated:March 14, 2025 2:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোলির দিন বিধ্বংসী অগ্নিকাণ্ড গুজরাটের রাজকোটের একটি আবাসনে। আগুনের লেলিহান শিখায় ঝসলে মৃত্য়ু হয়েছে তিনজনের। ৩০ জনের বেশি বাসিন্দা আবাসনে আটকে রয়েছেন। কয়েকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজকোটের ১৫০ ফুট রিং রোডে অ্যাসলান্টিস ভবনে আগুন লাগে। প্রথমে ভবনটির সাত তলায় আগুন লাগে। পরে তা বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। সকাল ৯টা থেকে ১০টা নাগাদ আগুন লাগে বলে খবর। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। হুড়োহুড়ি শুরু আবাসনে। আতঙ্কে চিৎকার করতে থাকেন বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন। দমকল কর্মীরা ৫০ জনকে উদ্ধার করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অনুমান ৩০ জন এখনও আটকে রয়েছে আবাসনটিতে। উদ্ধার কার্য চলছে।

Advertisement

তবে কী কারণে আবাসনটিতে আগুন লেগেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। পরে তা ছড়িয়ে পড়ে আবাসনের একাংশে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আবাসনের নিচে ভিড় করেছেন স্থানীয়রা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub