Advertisement
Advertisement

কুম্ভমেলায় বিস্ফোরণ, ভস্মীভূত দিগম্বর আখড়া

দ্রুততার সঙ্গে চলছে আগুন নেভানোর কাজ৷

  Fire breaks out at a camp of Prayagraj's Digambar Akhada
Published by: Tanujit Das
  • Posted:January 14, 2019 1:27 pm
  • Updated:January 14, 2019 3:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল কুম্ভমেলা চত্বর৷ সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে মেলার দিগম্বর আখড়ায়৷ আগুনে ভস্মীভূত দিগম্বর আখড়া-সহ আশপাশের ১২টি তাবু৷ এখনও কোনও হতাহতের খবর মেলেনি৷ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল কর্মীরা৷ দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ করছে তারা৷ প্রবল হাওয়া থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ আশপাশের তাবুর সাধু ও পুণ্যার্থীদের অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷

[জোটকে সমর্থন, মায়াবতীর আশীর্বাদ নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি তেজস্বীর]

Advertisement

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কুম্ভ মেলা৷ ঠিক আগের দিন এমন ঘটনা ঘটায় যথারীতি আতঙ্ক ছড়িয়েছে মেলায় আগত পুণ্যার্থী ও সাধুদের মধ্যে৷ তবে প্রশাসনের তরফ থেকে সব রকমের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷ দমকল আধিকারিকরা জানিয়েছে, ছোট ছোট তাবুগুলির মধ্যে পুণ্যার্থী ও সাধুরা বিভিন্ন কাজে আগুনের ব্যবহার করে থাকে৷ সেই আগুনই সম্ভবত কোনও ভাবে গ্যাস সিলিন্ডারের সংস্পর্শে আসে এবং বিস্ফোরণ ঘটায়৷ তাবুগুলিতে দাহ্য পদার্থ থাকায় এবং প্রবল হাওয়ার কারণে আগুন আশপাশের তাবুগুলিতেও ছড়িয়ে পড়েছে৷ ১২টি তাবু ভস্মীভূত হয়ে যাওয়ায়, পুণ্যার্থীদের তরফ থেকে তাঁদের অন্যত্র থাকার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে৷

[দুবাইয়ের হোটেলে গোমাংস-সহ ব্রেকফাস্ট রাহুলের! তোলপাড় সোশ্যাল মিডিয়া]

এ বছরের মেলাকে ঘিরে বিশাল আয়োজন করা হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফে৷ মেলায় উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরির উদ্দেশ্যে ২৫০ কিলোমিটার রাস্তা, ২২টি অস্থায়ী সেতু তৈরি করা হয়েছে৷ সমগ্র মেলা প্রাঙ্গণজুড়ে লাগান হয়েছে ৪০ হাজার এলইডি আলো। মেলায় আসতে চলেছেন একশোর বেশি দেশের প্রতিনিধিরা৷ তাঁদের থাকা-খাওয়া-সহ নিরাপত্তার জন্য সুষ্ঠ ব্যবস্থা প্রশাসন৷ এ বছরের কুম্ভ মেলার জন্য ২৮০০ কোটি টাকা ব্যয় করেছে যোগীর সরকার৷ প্রয়াগরাজ এলাকার উন্নয়নে খরচ করা হয়েছে ৪৩০০ কোটি টাকা৷ মোটের উপর কুম্ভমেলাকে একটি ছোটখাটো শহরে পরিণত করেছে উত্তরপ্রদেশ সরকার৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement