Advertisement
Advertisement

Breaking News

Train Fire

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ট্রেনে, দাউদাউ করে জ্বলছে দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেস

আগুন ধরতেই বগি থেকে লাফিয়ে নেমে পড়েন যাত্রীরা।

Fire breaks on New Delhi-Darbhanga Superfast Express | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 15, 2023 7:05 pm
  • Updated:November 15, 2023 7:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র চার মাসের মাথায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ট্রেনে (Train Fire)। উত্তরপ্রদেশে দাউদাউ করে জ্বলছে দ্বারভাঙা এক্সপ্রেস। আগুনের গ্রাসে তিনটি বগি। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। আগুন ধরতেই বগি থেকে লাফিয়ে নেমে পড়েন যাত্রীরা। হতাহতের কোনও খবর নেই।

গত আগস্ট মাসে তামিলনাড়ুর মাদুরাইয়ের এক্সপ্রেসে আগুন ধরে যায়। জ্বলে যায় দুটি কামরা। প্রাণ যায় আটজনের। এবার আবার আগুন ধরল ট্রেনে। বুধবার সন্ধেয় উত্তরপ্রদেশের এটা এলাকার সরাই ভূপত স্টেশনে কাছে দিল্লি-দ্বারভাঙা সুপারফাস্ট এক্সপ্রেসে আগুন ধরে যায়। জানা গিয়েছে, তিনটি স্লিপার কামরা এখনও জ্বলছে। ঘটনাস্থে পৌঁছে গিয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চলছে। 

Advertisement

 

[আরও পড়ুন: ঈশ্বরের আপন ভূমিতে বিরাট অধীশ্বর, সেঞ্চুরির হাফসেঞ্চুরি করে ‘সর্বকালের সেরা’ কোহলি]

জানা গিয়েছে, এদিন সরাই ভূপত স্টেশন পার করার সময় ট্রেনের কামরার বাইরে কালো ধোঁয়া বের হতে দেখেন স্টেশন মাস্টার। সঙ্গে সঙ্গে ট্রেন চালককে খবর দেন তিনি। এদিকে আগুন লাগার খবর পেয়ে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন তাঁরা। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। 

[আরও পড়ুন: পাখির চোখ জনজাতি ভোট, ঝাড়খণ্ড সফরে ‘ভগবান’ বিরসার সামনে নতমস্তকে নমো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement