Advertisement
Advertisement

মুকেশ আম্বানির বাড়িতে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত 4G অ্যান্টেনা

দ্রুত পৌঁছান দমকলকর্মীরা।

Fire at Mukesh Ambani’s Antilia building doused
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 11, 2017 3:35 am
  • Updated:July 11, 2017 8:27 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তিলিয়া। মুম্বইয়ে মুকেশ আম্বানির এই আকাশচুম্বি ভিলা বিশ্বের সবচেয়ে দামি বাড়িগুলির অন্যতম। এবার  আগুনের কবলে পড়ল বিখ্যাত সেই বিল্ডিং। সোমবার রাতে শিল্পপতি আম্বানির বাড়ি আন্তিলিয়াতে আগুন লাগার ঘটনায় ছড়াল তীব্র আতঙ্ক।

[অমরনাথ যাত্রীদের উপর ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৭]

গ্রেটার মুম্বইয়ের বিপর্যয় মোকাবিলা সেলের প্রধান আধিকারিক মহেশ নার্ভেকর জানান, রাত ৯টা ৪মিনিট নাগাদ আমাদের ফোনে অগ্নিকাণ্ডের কথা জানানো হয়। খবর পাওয়ার ৯ মিনিটের মধ্যেই ঘটনাস্থল আল্টামন্ট রোডে পৌঁছে যায় দমকলের ইঞ্জিন। বিল্ডিংয়ের দশতলায় মূলত আগুন লাগে। ৪জি অ্যান্টেনাতেই আগুন ধরে যায়। তবে দমকলবাহিনী দ্রুত পৌঁছে যাওয়ায় আগুন খুব বেশি ছড়ায়নি বলেই জানানো হয়েছে।

Advertisement

মুম্বইয়ের দমকল দপ্তরের প্রধান প্রভাত রহংডালে বলেন, “দশতলার বারান্দায় ছোট বাগান ছিল। সেখানের মোবাইল টাওয়ারেই আগুন লাগে। এবং তা আশেপাশে ছড়িয়ে পড়ে। তবে দমকলের তিনটি ইঞ্জিন, দুটি ল্যাডার এবং একটি জলের ট্যাঙ্কারের সাহায্যে কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তাই বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় মুকেশ আম্বানির বাড়ি। রিলায়েন্সের মুখপাত্র জানান, টেরিসের বাগানেই আগুন লেগেছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

[মন্দিরে প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ‘রিভলবার রানি’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement