Advertisement
Advertisement

Breaking News

মুম্বইয়ের অভিজাত আবাসনে আগুন, মৃত ২

দক্ষিণ মুম্বইয়ের এই আবাসনেই বাস শেখর বাজাজ এবং শোভা দের মতো ব্যক্তিত্বদের৷

Fire at maker tower in Mumbai's Cuffe Parade, 2 Dead
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 18, 2016 12:05 pm
  • Updated:January 28, 2020 5:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সাত সকালে আগুনে ভস্মীভূত হয়ে গেল মুম্বইয়ে কাফে প্যারেডের অভিজাত আবাসন মেকার টাওয়ারের দুটি তলা৷ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই জনের৷ দমকলের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়৷ উদ্ধার করা হয়েছে আবাসনের বাকি ১১ জন বাসিন্দাকে৷

এদিন সকাল সাড়ে ছটা নাগাদ আগুন লাগে দক্ষিণ মুম্বইয়ের ২৫ তলার এই আবাসনে৷ আবাসনের ২০ তলার ফ্ল্যাট থেকে আগুন ছড়ায়৷ সেখানেই থাকতেন বাজাজ ইলেক্ট্রিক্যাল-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শেখর বাজাজ৷ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে তাঁর বাড়ির দুই পরিচারকের৷ তবে বাজাজ পরিবারের সবাই সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছেন শেখর বাজাজ৷ তাঁর অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে৷

Advertisement

এই আবাসনের পাঁচতলাতেই থাকেন শোভা দে৷ তিনি বলেন, আগুন লাগার এই ঘটনা সবার কাছে অ্যালার্মের মতো৷ পুলিশ ও দমকল কর্মীরা পরিস্থিতি দক্ষ হাতে সামলেছেন বটে, তবে এর থেকে সবার শিক্ষা নেওয়া উচিত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement