Advertisement
Advertisement

Breaking News

কমল হাসানের বাড়িতে অগ্নিকাণ্ড, কোনওমতে প্রাণে বাঁচলেন অভিনেতা

শনিবার সকালে টুইট করে নিরাপদে থাকার কথা সবাইকে জানান অভিনেতা।

Fire at Kamal Haasan's house, actor escaped unscathed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 8, 2017 3:46 am
  • Updated:December 18, 2019 4:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় অগ্নিকাণ্ড থেকে প্রাণে বাঁচলেন অভিনেতা-পরিচালক কমল হাসান। শুক্রবার রাতে তাঁর চেন্নাইয়ের বাড়িতে আচমকাই আগুন লাগে বলে জানা গিয়েছে। বাড়ির চারতলা থেকে কর্মীদের সহায়তায় কোনওমতে নিচে নেমে আসেন ৬২ বছরের কমল হাসান। শনিবার সকালে টুইট করে নিরাপদে থাকার কথা সবাইকে জানান অভিনেতা।

টুইটে তিনি জানিয়েছেন, ‘কর্মীদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে আগুন থেকে পালিয়ে বেঁচেছি। ফুসফুসে ধোঁয়া ঢুকে যায়। কোনওমতে চারতলা থেকে নিচে নেমেছি। নিরাপদে আছি, কেউ আহত হয়নি। শুভরাত্রি।’

Advertisement

আরও একটি টুইটে নিজের ভক্তদের অকুন্ঠ ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সম্প্রতি জনপ্রিয় এই দক্ষিণী অভিনেতার দাদা চন্দ্র হাসানের মৃত্যু হয়েছে। কিছুদিনের মধ্যেই আগামী ছবি ‘সাবাশ নায়ডু’র কাজ শুরু করবেন তিনি। তার আগে এমন ভয়াবহ অভিজ্ঞতা মানসিকভাবে হাসানকে কিছুটা ব্যতিব্যস্ত করেছে বলে মত তাঁর ঘনিষ্ঠমহলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement