সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ভোরবেলা ভয়াবহ আগুন (Fire) লাগল গুজরাটের (Gujarat) হাসপাতালে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০-২৫টি ইঞ্জিন। পরে প্রায় ১০০ রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
দমকলের অফিসার জয়েশ খাদিয়া সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ”রাজস্থান হাসপাতালের দ্বিতীয় বেসমেন্টে আগুন লেগেছে। ভোর সাড়ে চারটে নাগাদ আমরা খবর পাই। কেন আগুন লাগল তা এখনও জানা যায়নি। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে হাজির হয়েছে দমকলের ২০-২৫টি ইঞ্জিন।”
#WATCH | Fire Officer Jayesh Khadiya, says “Fire broke out at the second basement of Rajasthan Hospital. We got a call around 4:30 am. The reason for fire is yet to be ascertained. Some renovation work was underway in the basement. There is no casualty reported, patients have… pic.twitter.com/GrcrcKoFg3
— ANI (@ANI) July 30, 2023
পুলিশ আধিকারিক এম ডি চম্পাবত জানিয়েছেন, ”গলগল করে ধোঁয়া বেরতে দেখা গিয়েছিল বেসমেন্ট থেকে। দমকলকর্মীরা এখনও আগুন নেভানোর জন্য লড়াই করে চলেছেন।” একটি দাতব্য প্রতিষ্ঠান ওই হাসপাতালটি চালায় বলে জানা গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী অঞ্চলে উত্তেজনা ছড়িয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.