Advertisement
Advertisement

Breaking News

দিল্লির ছাপাখানায় আগুন

দিল্লিতে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাপাখানায় পুড়ে মৃত এক

প্রশ্নের মুখে অগ্নিনির্বাপণ ব্যবস্থা।

Fire at a printing press in East Delhi left one person died.
Published by: Paramita Paul
  • Posted:January 9, 2020 8:45 am
  • Updated:January 9, 2020 8:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দিল্লিতে ভয়াবহ আগুন। এবার পুড়ে খাক পূর্ব দিল্লির শিল্পাঞ্চল এলাকার পাটপরগঞ্জের একটি ছাপাখানা। দিল্লি পুলিশ সূত্রে এখনও পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যুর খবর মিলেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। গত একমাসে পরপর বেশ কয়েকটি কারখানায় লাগায় প্রশ্নের মুখে দিল্লির অগ্নিনির্বাপণ ব্যবস্থা।

[আরও পড়ুন : ৩৫ নাবালিকাই জীবিত! মুজফ্ফরপুর হোম কাণ্ডে সু্প্রিম কোর্টকে জানাল সিবিআই]

২০১৯-এর শেষপ্রান্তে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী ছিল রাজধানী শহর। ডিসেম্বরের গোড়ায় সবজিমান্ডির আগুন কেড়ে নিয়েছিল ৪৩টি প্রাণ। নতুন বছরেও আগুন বিপর্যয় পিছু ছাড়েনি না দিল্লির। বছরের দ্বিতীয় দিনেই ব্যাটারি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। আগুন থেকে বিস্ফোরণের জেরে ধসে পড়ে বিল্ডিংয়ের একটি অংশ। প্রসঙ্গত, গত একমাসে পরপর ছ’টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিল্লিতে। ডিসেম্বরের মাঝামাঝি দিল্লির আনাজ মাণ্ডি এলাকায় আগুন লাগে। তারপর আগুন লাগে কিরারি মার্কেটে। পরে অগ্নিকাণ্ড দিল্লির পশ্চিম দিল্লির মুন্ডকা এলাকায়। একের পর এক ভয়াবহ অগ্নিকান্ডের জেরে দিল্লির কল-কারখান-গুদামের অগ্নিনির্বাপন ব্যবস্থার অসুরক্ষিত পরিস্থিতি বেআব্রু করে দিচ্ছে বলেই দাবি ওয়াকিবহাল মহলের। 

[আরও পড়ুন : জেএনইউ কাণ্ড নিয়ে বৈঠক, উপাচার্যকে ভর্ৎসনা মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের]

স্থানীয় সূত্রে খবর, এবার রাত আড়াইটে নাগাদ ছাপাখানার তিনতলা বিল্ডিংয়ে আগুন লাগে। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩৫টি ইঞ্জিন। শেষপর্যন্ত ভোর পাঁচটা নাগাদ আগুন নিয়্ন্ত্রণে আসে। প্রথমে কারখানার একতলার একটি ঘরে আগুন লাগে। ভিতরে কাগজ-সহ একাধিক দাহ্যবস্তু থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন ধরে যায় কারখানায়। প্রশ্নের মুখে কারখানার অগ্নিনির্বাপণ ব্যবস্থা। আদৌ কারখানটি অগ্নি নিরাপত্তা ব্যবস্থা মেনে চলছিল কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। কারখানার ভিতরে থাকা এক কর্মী অগ্নিদগ্ধ হয়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement