সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানি শিল্পীদের পক্ষ নিতে গিয়ে আগেই সমালোচনার মুখে পড়েছিলেন৷ এবারে ভারতীয় সেনা জওয়ানদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করার জন্য এফআইআর দায়ের করা হল বলিউড অভিনেতা ওম পুরির বিরুদ্ধে৷ বুধবার মুম্বই পুলিশের জনসংযোগ আধিকারিক জানান, মুম্বইয়ের অন্ধেরি পুলিশ স্টেশনে বলিউড অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভারত-পাক সম্পর্ক নিয়ে বিতর্কে অংশ নেন বর্ষীয়ান অভিনেতা৷ সেখানে উরি জঙ্গি হামলায় ১৯ জন জঙ্গির মৃত্যুর প্রসঙ্গে অভিনেতা বলেন, “যাঁরা মারা গিয়েছেন, তাঁদের সেনাতে যোগ দিতে কে বলেছে? নিজেদের হাতে বন্দুক তুলে নিতে কে বলেছে?”
এরপর ভারত-পাক আলোচনায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে অভিনেতা বলেন, “আপনাদের জন্য ভারত-পাক সম্পর্ক ইজরায়েল-প্যালেস্তাইনের মতো হয়ে যাবে৷ যাঁরা ক্রমাগত লড়াই করতে থাকবে৷” পুরির মন্তব্যে তৎক্ষণাত তীব্র নিন্দা করেন টেলিভিশনের সঞ্চালক সহ অন্যান্য অতিথিরা৷ বিতর্কের মুখে অভিনেতা জানান, তাঁর বাবাও সেনাবাহিনীতে ছিলেন৷ তবে তাতে সমালোচনা থেমে থাকেনি৷ বলিউড অভিনেতার নিন্দায় মুখর হয়েছেন অনেকেই৷ এর প্রেক্ষিতেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.