সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা যুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ ছবি তুলে ধরতে রবিবার রাত নটায় বাড়ির সমস্ত আলো নেভানোর অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী। ৯ মিনিট আলো বন্ধ রাখার পর প্রদীপ, মোমবাতি বা টর্চ জ্বালাতে বলেছিলেন। তারপর থেকে বিষয়টি নিয়ে বিতর্ক হলেও গতকাল রাতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেন দেশের বেশিরভাগ নাগরিক। ৯ মিনিট ধরে আলো নিভিয়ে রাখার পাশাপাশি মোমবাতি, প্রদীপ বা নিদেনপক্ষে একটা টর্চ অন্তত জ্বালিয়ে ছিলেন। কিন্তু, তার মাঝেই অনেক মাথামোটা ব্যক্তি আতঙ্কের এই আবহের মধ্যেও দেশের বিভিন্ন জায়গায় বাজি ফাটিয়ে উৎসব পালন করেন। শুধু তাই নয়, ওই সময়ে প্রদীপ জ্বালানোর বদলে উত্তরপ্রদেশের বলরামপুরের এক বিজেপি নেত্রী মঞ্জু তিওয়ারি শূন্যে গুলি ছুঁড়ে বিতর্ক আরও বাড়ালেন। এই ঘটনার ছবি প্রকাশ্যে আসার পরে স্থানীয় থানায় তাঁর নামে অভিযোগও দায়ের হয়েছে।
Balrampur: BJP leader Manju Tiwari booked for firing in the air around 9 PM yesterday. “I saw the entire city illuminating with candles & earthen lamps. I felt like it was Diwali & fired in the air out of jubilation. I accept my mistake & apologise for it,” the leader says. pic.twitter.com/cn1rqrzSTv
— ANI UP (@ANINewsUP) April 6, 2020
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত নটার সময় দেশের প্রায় সব নাগরিকই প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছিলেন। ৯ মিনিট আলো নিভিয়ে রেখে মোমবাতি জ্বালিয়ে ছিলেন। কিন্তু, একটু অন্যরকম কিছু করার চিন্তা করেছিলেন বলরামপুরে বিজেপি নেত্রী মঞ্জু। তাই স্বামীর লাইসেন্সপ্রাপ্ত রিভলভার থেকে শূন্যে গুলি ছুঁড়ে তা ক্যামেরাবন্দিও করেন। পরে তা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই শুরু হয় বিতর্ক। নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখোমুখি হওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় একটি এফআইআর (FIR) দায়ের করা হয়।
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রবিবার রাতে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়েছে গোটা দেশ। ঠিক সেই সময়েই শূন্যে গুলি ছুড়ে বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের বলরামপুরের এক বিজেপি নেত্রী। রবিবার রাত ৯টা নাগাদ রিভলভার থেকে শূন্যে গুলি ছোড়েন মঞ্জু তিওয়ারি নামে ওই বিজেপি নেত্রী। আর এই ছবি প্রকাশ্যে আসার পরই শুরু হয় বিতর্ক। তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় অস্ত্র আইনে একটি এফআইআরও দায়ের করা হয়।
পরিস্থিতি জটিল হচ্ছে বুঝতে পেরে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন মঞ্জু। নিজের কাজের সাফাই দিয়ে বলেন, ‘রাত নটার সময় ঘর থেকে বেরিয়ে দেখি গোটা শহরটা প্রদীপ ও মোমবাতির আলোয় আলোকিত হয়ে রয়েছে। এই পরিবেশ দেখে আমার দীপাবলির কথা মনে হয়েছিল। তাই আবেগের বসে শূন্যে গুলি ছুঁড়েছি। কিন্তু, পরে নিজের ভুল বুঝতে পারি। এর জন্য সবার কাছে ক্ষমা চাইছি।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.