Advertisement
Advertisement

গণপিটুনিতে নিহত পেহলু খানের বিরুদ্ধেই এফআইআর দায়ের, নিন্দায় সমাজকর্মীরা

পেহলু খানের খুনে অভিযুক্তরা আপাতত জামিনে মুক্ত৷

FIR against Pehlu Khan,death by mob lynching filed by Police
Published by: Sucheta Sengupta
  • Posted:June 29, 2019 3:03 pm
  • Updated:June 29, 2019 3:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিহতের বিরুদ্ধেই চার্জশিট পেশ করে আইনের রাস্তায় হাঁটল পুলিশ৷ যাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে, রাজস্থান পুলিশ, তিনি দু’বছর আগে গণপিটুনিতে নিহত পেহলু খান৷ যাঁর নামেই সেসময় উত্তাল হয়ে উঠেছিল জাতীয় রাজনীতি৷ কড়া সমালোচনার মুখে পড়েছিল মোদি সরকার৷ সম্প্রতি পুলিশ তাঁকে গরু পাচারকারী হিসেবে চিহ্নিত করে চার্জশিট পেশ করল আদালতে৷ পুলিশের এই ভূমিকা স্বভাবতই সমালোচনার মুখে৷

[ আরও পড়ুন: এনবিএফসি লালবাতি জ্বাললে বিপাকে পড়বে ব্যাংকগুলি, সতর্কবার্তা আরবিআইয়ের]

২০১৭ সালের এপ্রিল৷ দিল্লি-জয়পুর জাতীয় সড়কের উপর গরুবোঝাই ট্রাক নিয়ে যাওয়ার পথে একদল হিন্দুত্ববাদী যুবকের হামলার মুখে পড়েন গোপালক পেহলু খান৷ তাঁকে গরু পাচারকারী সন্দেহে ব্যাপক মারধর চলে৷ গণপিটুনির জেরে দিন দুই হাসপাতালে থাকার পর মৃত্যু হয় তাঁর৷ সঙ্গে থাকা দুই ছেলে অবশ্য প্রাণে বেঁচেছে৷ বেধড়ক মার খেতে খেতে পেহলু খান বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন, তিনি গরু পাচার করছেন না৷ গরু নিয়ে নিজের খামারে যাচ্ছেন মাত্র৷ কিন্তু তাঁর সেই দাবিকে মান্যতা দেয়নি প্রহারকারীরা৷ ফলে যা হওয়ার তাই৷ স্রেফ সন্দেহের বশে পিটিয়ে মারার মতো নৃশংস এই ঘটনায় রেশ গড়ায় বহুদূর৷ চাপে পড়ে প্রহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন৷ গ্রেপ্তারও করা হয়৷

Advertisement

ঘটনার এতদিন পর রাজস্থান পুলিশ দুটি এফআইআর দায়ের করে আদালতে৷ ঘটনায় জড়িত ৮ জনের বিরুদ্ধে একটি এফআইআর৷ আরেকটি এফআইআর দায়ের হয়েছে পেহলু খান এবং তাঁর দুই ছেলের বিরুদ্ধে৷ অভিযোগ, তাঁরা তিনজনই গরু পাচার করতেন, জেলাশাসকের সম্মতি উপেক্ষা করে৷ এছাড়া পশুনিধনের মতো বেআইনি ব্যাপারের সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে বাবা-ছেলের বিরুদ্ধে৷ সূত্রের খবর, রাজস্থান এই পশু অধিকার রক্ষা আইনটি বেশ কড়া৷ কোনও নিয়ম লঙ্ঘন করলে, রীতিমতো আইনের শাসন চলে৷ জোটে কঠিন শাস্তি৷

[ আরও পড়ুন: ‘যোগ্য সম্মান পাননি দাদু’, সোনিয়া-রাহুলকে ক্ষমা চাইতে বললেন নরসিমা রাওয়ের নাতি]

পুলিশ সূত্রে খবর, এই মুহূর্তে পেহলু খান মৃত বলে তাঁর নাম এফআইআরে উল্লেখ করেও পরে বাদ দেওয়া হয়৷ কিন্তু ছেলেদের বিরুদ্ধে মামলা চলছে৷ আরেকদিকে, পেহলু খানকে পিটিয়ে খুনে অভিযুক্ত ৮ জন আপাতত জামিনে মুক্ত হয়ে বহাল তবিয়তেই ঘুরছে৷ এখানেই উঠছে প্রশ্ন৷ একটি অপরাধ যদি হয় পশুপাচার বা পশুহত্যা, তাহলে গণপিটুনিতে খুন আরও একটি বড়সড় অপরাধ৷ প্রথম অপরাধটিকে যতটা গুরুত্ব দিয়ে বিচার হচ্ছে, দ্বিতীয়টিকে ততটা গুরুত্ব দিয়ে বিচার করা হচ্ছে না বলে অভিযোগ তুলছেন সমাজকর্মীদের একাংশ৷ পেহলু খানের ছেলেদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার পাশাপাশি তাঁর খুনিদের বিরুদ্ধেও যথাযথ তদন্ত চলুক, দাবি সমাজকর্মীদের একাংশের৷  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement