Advertisement
Advertisement

মোদিকে ‘অপমান’, বিপাকে কমেডি গ্রুপ AIB

কী জবাব তন্ময় ভাটদের?

Fir against All India Bakchod for Insulting Modi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 14, 2017 11:01 am
  • Updated:July 14, 2017 11:02 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের রসিকতার ধরন নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। যদিও একশ্রেণির ইন্টারনেট ব্যবহারকারী তাঁদের মজা-মশকরায় দেদার আমোদ পান। আর তাই নেটদুনিয়ায় তুমুল জনপ্রিয় কমেডি গ্রুপ ‘অল ইন্ডিয়া বাকচোদ’। তবে এবার খোদ প্রধানমন্ত্রীকে নিয়ে মশকরা করতে গিয়ে বিপাকে পড়ল গ্রুপটি। মুম্বই পুলিশ তাদের বিরুদ্ধে দায়ের করল এফআইআর।

[ রামমন্দির তৈরি করতে না দিলে হজযাত্রা আটকানোর হুমকি বিজেপি বিধায়কের ]

Advertisement

কী করেছিল তন্ময় ভাট ও তাঁর সঙ্গীরা? নেটদুনিয়ায় সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে হুবহু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো দেখতে এক ব্যক্তি রেলস্টেশনে দাঁড়িয়ে আছে। তিনি কি সত্যি মোদি? নাকি মোদির যমজ ভাই? এরকম নানা প্রশ্নের ছড়াছড়ি নেটদুনিয়ায়। তা নিয়ে মশকরা করতে গিয়েই খোদ প্রধানমন্ত্রীর মুখে স্ন্যাপচ্যাটের ডগ ফিল্ডার বসিয়ে দিয়েছিলেন গ্রুপের সদস্যরা। সঙ্গে ওই ভাইরাল ছবিটি জুড়ে তা পোস্ট করা হয়েছিল টুইটারে। সম্ভবত মোদির ঘন ঘন বিদেশ সফরকে কটাক্ষ করতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু প্রধানমন্ত্রীর ছবিটে ডগ ফিল্টারের ব্যবহার মেনে নিতে পারেননি নেটিজেনরা। এরকম পোস্টকে কুরুচিপূর্ণ বলে তীব্র প্রতিবাদ জানান বহু মানুষ। পুলিশকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজিও জানান। তারপরই কমেডি গ্রুপটির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে মুম্বই পুলিশ।

পর্নে আসক্ত পড়ুয়ারা! রুখতে কী ভাবনা সরকারের? ]

এর আগে লতা মঙ্গেশকর ও শচীন তেণ্ডুলকরকে নিয়ে মশকরা করে তীব্র সমালোচনার শিকার হয়েছিল গ্রুপটি। তাতে অবশ্য তাদের কার্যক্রমে কোনও বদল আসেনি। এই ঘটনার পরও যে আসবে না তেমনটাই জানিয়ে দিয়েছেন গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা তন্ময় ভাট। ছবিটি টুইটার থেকে তুলে নিয়ে তিনি লেখেন, মশকরা চালিয়ে যাবেন তাঁরা। ভুল করলে সরিয়ে নেবেন। তাও রসিকতা করা থেকে বিরত থাকবেন না। ভুল হলে দরকারে ক্ষমাও চেয়ে নেবেন। কে কী ভাবল তা নিয়ে যে তাঁদের মাথাব্যথা নেই সে কথাও জানিয়ে দিতে কসুর করেননি তিনি।

[ ‘অমরনাথে হামলার বদলা নিতে হবে ১৫ দিনের মধ্যে’ ]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement