Advertisement
Advertisement

Breaking News

Economic Survey

দেশের অর্থনীতির হাল কেমন! বাজেটের আগে আর্থিক সমীক্ষায় জানা যাবে ভাঁড়ারের হাল

কেন্দ্রের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ তৈরি করেছেন এই রিপোর্ট।

Finance Minister Nirmala Sitharaman to table Economic Survey day before Budget
Published by: Amit Kumar Das
  • Posted:July 20, 2024 5:16 pm
  • Updated:July 20, 2024 9:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৩ জুলাই মঙ্গলবার সংসদে শুরু হতে চলেছে বাজেট অধিবেশন। তার আগে সোমবার সংসদে দেশের অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যেখানে তুলে ধরা হবে দেশের অর্থনৈতিক হাল এবং আগামী দিনে সরকার কী কী পদক্ষেপ নিতে চলেছে তার বিস্তারিত রিপোর্ট। সরকারের পেশ করা এই অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টের দিকে নজর গোটা দেশের।

বর্তমান সময়ে বিশ্বের মধ্যে দ্রুত গতিতে বাড়তে থাকা অর্থনীতির দেশ হিসেবে ধরা হয় ভারতকে। ফলে এই সমীক্ষা রিপোর্টে দেশের আর্থিক উন্নতির কার্যত সমস্ত দিকগুলি বিস্তারিত ভাবে তুলে ধরা হবে বলে মনে করা হচ্ছে। এই অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট তৈরি করেছে কেন্দ্রের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণের নেতৃত্বে একটি কমিটি। অর্থনৈতিক সমীক্ষা অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রের পরিসংখ্যানগত তথ্য তুলে ধরার পাশাপাশি কর্মসংস্থান, জিডিপি বৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং বাজেট ঘাটতির বিস্তারিত তথ্য তুলে ধরে। দেশের প্রতিটি ক্ষেত্রের বর্তমান হাল-হকিকত স্পষ্ট হয় এই রিপোর্টের ভিত্তিতে।

Advertisement

[আরও পড়ুন: বড়সড় দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়! দুমড়ে মুচড়ে গেল গাড়ি]

অবশ্য চলতি আর্থিক বছরে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যথেষ্ট আশাবাদী মোদি সরকার। চলতি অর্থবর্ষে ভারতে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ২০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ)। সম্প্রতি তাদের প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক’ শীর্ষক রিপোর্টে ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতে জিডিপি বৃদ্ধির হাত ৭ শতাংশ ছুঁতে পারে বলে জানানো হয়েছে। গত এপ্রিল মাসে যা ৬.৮ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল আইএমএফ।

[আরও পড়ুন: মেয়াদ শেষের আগেই ইস্তফা ইউপিএসসির চেয়ারপার্সনের, পূজা খেদকার কাণ্ডের মধ্যেই সিদ্ধান্ত]

পাশাপাশি জুন মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছিল। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানান, ‘দেশের আর্থনীতির গড় বৃদ্ধির গত ৩ বছরে রেকর্ড গড়েছে। হিসেব মতো বৃদ্ধির পরিমাণ ৮.৩ শতাংশ ছুঁয়ে ফেলেছে। চলতি আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির পরিমাণ ৭.২ শতাংশ ছুঁয়ে ফেলবে।’ তিনি আরও বলেন, ‘গত আর্থিক বছরে ভারতের অর্থনীতি বৈশ্বিক বৃদ্ধিতে ১৮.৫ শতাংশ অবদান রেখেছিল। যা নিশ্চিতভাবে এক বিরাট সাফল্য। ৭-৮ বাছর আগেও বিশ্বঅর্থনীতিতে ভারতের এত বিশাল অবদান ছিল না।’ অর্থনীতিবিদদের অনুমান আর্থিক সমীক্ষায় এই সব রিপোর্টগুলিই তুলে ধরবে সরকার। তবে দেশে ভয়াবহ বেকারত্ব ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে সমীক্ষা রিপোর্টে সরকারের মতামত কী? কিংবা সেই রিপোর্ট আদৌ তুলে ধরা হবে কি না সেদিকে নজর থাকবে আম জনতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement