Advertisement
Advertisement

Breaking News

Nirmala Sitharaman

তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট কবে? জানিয়ে দিল কেন্দ্র

বাজেটে আয়কর নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সূত্রের খবর, অর্থমন্ত্রকের কর্তারা ভোক্তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধির জন‌্য কর কমানোর প্রস্তাব নিয়ে আলোচনা করছেন। আয়করের একটি নতুন স্ল‌্যাবও বিবেচনা করতে পারে সরকার।

Finance Minister Nirmala Sitharaman to present budget on July 23
Published by: Subhajit Mandal
  • Posted:July 6, 2024 5:05 pm
  • Updated:July 8, 2024 2:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ আগামী ২৩ জুলাই। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তে সিলমোহর দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার বাজেট অধিবেশনের দিনক্ষণ জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju)।

শনিবার এক্স হ্যান্ডেলে রিজিজু জানান, অষ্টাদশ লোকসভার প্রথম বাজেট অধিবেশন শুরু হবে আগামী ২২ জুলাই। ওইদিনই দুই কক্ষের অধিবেশন বসবে। ২৩ জুলাই লোকসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট নিয়ে আলোচনার জন্য অধিবেশন চলবে ১২ আগস্ট পর্যন্ত। নির্বাচনের বছর হওয়ার গত ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রী অন্তর্বর্তী বাজেট পেশ করেন। এবার গোটা বছরের পূর্ণাঙ্গ বাজেট (Union Budget) পেশ করবেন তিনি। এই নিয়ে টানা সাতবার বাজেট পেশ করবেন নির্মলা। প্রথম অর্থমন্ত্রী হিসাবে এই বিরল কীর্তি গড়তে চলেছেন তিনি। এর আগে মোরারজি দেশাই টানা ৬বার বাজেট পেশ করেছিলেন।

Advertisement

[আরও পড়ুন: স্বামীর বিদায়ী ভাষণের সময় দামি পোশাকে অক্ষতা! নেটিজেনদের কটাক্ষের মুখে সুনাক জায়া]

এ পর্যন্ত কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার মূলত সংস্কারমুখী বাজেট পেশ করে এসেছে। ভোটের আগের বছরগুলিতে খয়রাতির পথেও হেঁটেছে কেন্দ্র। তৃতীয় মোদি (Narendra Modi) সরকারের প্রথম বাজেট কেমন হতে পারে, আপাতত নজর সেদিকেই। আগামী বাজেটে সরকার নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যক্তিগত আয়কর হার কমানোর কথা বিবেচনা করছে বলে সূত্রের খবর। এবার ভোগ‌-ব‌্যয় বাড়াতে নিম্ন আয়ের ব‌্যক্তিদের জন‌্য আয়কর কমানোর পথে হাঁটতে পারে কেন্দ্র।

[আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল NEET-UG-র কাউন্সেলিং]

সূত্রের খবর, অর্থমন্ত্রকের কর্তারা ভোক্তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধির জন‌্য কর কমানোর প্রস্তাব নিয়ে আলোচনা করছেন। ৫ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা বার্ষিক আয়ের শ্রেণি, যারা ৫-২০ শতাংশ আয়কর দিয়ে থাকেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে তাঁরা উপকৃত হবেন। আয়করের একটি নতুন স্ল‌্যাবও বিবেচনা করতে পারে সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement