প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রসগোল্লায় গণ্ডগোল। সেই ঝামেলা থেকে শুরু ঝগড়া। কথা কাটাকাটি থেকে ঝামেলা গড়িয়ে গেল হাতাহাতি পর্যন্ত। এমনই মারপিট হল যে হাসপাতালে পাঠাতে হল আহতদের। উত্তরপ্রদেশের একটি বিয়েবাড়িতে ঘটেছে এই রক্তারক্তি কাণ্ড। জানা গিয়েছে, অন্তত ছজন আহত হয়েছেন। আপাতত সকলেই হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিয়েবাড়ির আনন্দের মধ্যে হঠাৎ হাতাহাতি শুরু হল কেন? উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশ সূত্রে খবর, রবিবার আগ্রার ব্রিজভান এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান ছিল। মাঝরাত পর্যন্ত বিয়ের অনুষ্ঠান চলে। তার পর খেতে বসেছিলেন আমন্ত্রিতরা। ভূরিভোজ সেরে শেষপাতে মিষ্টির আশায় বসে ছিলেন। কিন্তু পাতে পড়েনি রসগোল্লা। সেই নিয়েই ঝামেলার সূত্রপাত।
আমন্ত্রিতদের মধ্যে একজন প্রশ্ন করেন, বিয়েবাড়িতে রসগোল্লা এত কম কেন? সেই প্রশ্নের উত্তরেই বাগযুদ্ধ শুরু। ঝগড়া থেকেই মারপিট বেঁধে যায় দুপক্ষের মধ্যে। খবর যায় শামসাবাদ থানায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত ছজন সেখানে চিকিৎসাধীন। যদিও তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
পুলিশের তরফে অনিল শর্মা জানান, “গোটা ঘটনায় ৬ জন আহত হয়েছেন। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক নয়। ইতিমধ্যেই দায়ের হয়েছে অভিযোগ। বিয়েবাড়িতে রসগোল্লা কম পড়া নিয়েই অশান্তির শুরু।” আহতদের মধ্যে রয়েছেন ভগবান দেবী নামে এক মহিলা। আহতরা বরপক্ষ না কনেপক্ষ তা অবশ্য জানা যায়নি। উল্লেখ্য, মিষ্টি নিয়ে আগ্রার বিয়েবাড়িতে অশান্তির ঘটনা এই প্রথম নয়। গত বছরও মিষ্টি নিয়ে বিবাদের জেরে বিয়েবাড়িতে এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছিল আগ্রার এতমাদপুরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.