সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বকরি ইদেরর দিনেও অশান্ত উপত্যকা। গুলির লড়াইয়ে কেঁপে উঠল কুলগাম। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোররাত থেকেই কুলগামে সেনা ও জঙ্গিদের মধ্যে শুরু হয় এনকাউন্টার। ইতিমধ্যে, সেনার হাতে খতম হয়েছে এক জঙ্গি।
কুলগামের তান্ত্রিপোরা এলাকায় বেশ কিছু জঙ্গি লুকিয়ে থাকার খবর পান নিরাপত্তারক্ষীরা। তারপরই অভিযান। ঘিরে ফেলা হয়েছে জঙ্গি ডেরাটি। বারবার আত্মসমর্পণ করতে বলা হলেও গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দিচ্ছে সেনাবাহিনী। ইতিমধ্যে নিকেশ হয়েছে এক জঙ্গি। পাথরনিক্ষেপকারীদের দূরে রাখতে গোটা এলাকা ঘিরে রেখেছে সেনা। জঙ্গিরা লস্করের সদস্য বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, শুক্রবার রাতে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে পান্থচক এলাকায় একটি পুলিশের বাসে হামলা চালায় জঙ্গিরা। বাস লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা। ওই হামলায় মৃত্যু হয় এক পুলিশকর্মীর। হামলার দায় নিয়েছে লস্কর-ই-তৈবা। ১২ ঘণ্টার ব্যবধানে জোড়া হামলা প্রশাসনের মাথাব্যথা বাড়িয়েছে।
[শ্রীনগরে পুলিশের বাসে লস্কর জঙ্গিদের গুলিবৃষ্টি, শহিদ ১]
অন্যদিকে, এদিন ভোরে জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। সীমান্ত সংলগ্ন ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে প্রবল গোলাবর্ষণ শুরু করেছে পাক সেনা। ওই হামলায় শহিদ হয়েছেন এক বিএসএফ জওয়ান। পালটা জবাব দিচ্ছে ভারতীয় জওয়ানরাও। উল্লেখ্য, সন্ত্রাসবাদীদের কাশ্মীরে অনুপ্রবেশ করাতে মরিয়া পাকিস্তান। ইদের দিন সন্ত্রাসবাদী হামলা চালিয়ে কাশ্মীরে সাম্প্রদায়িক অশান্তি পাকানোর ছক কষেছে পাকিস্তান বলে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নিয়ন্ত্রণরেখা দিয়ে প্রায় সাড়ে চারশো জঙ্গিকে কাশ্মীরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে পাক সেনা। নিয়ন্ত্রণরেখার ওপারে চলছিল জঙ্গি প্রশিক্ষণ। সম্প্রতি সেই শিবিরে ভিডিও ভারতীয় সেনার হাতে এসেছে।
সেনা সূত্রে খবর, নিয়ন্ত্রণরেখার ওপারে নয়া জঙ্গি প্রশিক্ষণ শিবিরে খোলা হয়েছে। সেখানে বিশ্বের নানা প্রাপ্ত থেকে জঙ্গিদের জড়ো করে প্রশিক্ষণ দিচ্ছে পাক সেনা। একে-৪৭-এর মতো অস্ত্র চালানো তো বটেই, কাশ্মীরে ভারতীয় সেনা ছাউনিগুলিতে হামলার জন্য জঙ্গিদের বিস্ফোরক তৈরিরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেনাকর্তাদের আশঙ্কা, গুরেজ-সহ উত্তর কাশ্মীরের বিভিন্ন এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে জঙ্গিরা। কারণ, দক্ষিণ কাশ্মীরের তুলনায় উত্তর কাশ্মীরের এই এলাকাগুলি অপেক্ষাকৃত দুর্গম। আর সেই সুযোগটাই জঙ্গিরা কাজে লাগাতে চাইবে বলে মনে করছেন সেনা কর্তারা।
[‘ভারতে উড়বে ইসলামিক পতাকা, মোদি রুখতে পারবেন না’]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.