ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস দমনে সরকার অভিযান চালাবে এই ঘোষণার পর বড়সড় সাফল্য সেনাবাহিনীর। জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় চার জঙ্গিকে খতম করল সেনা। এখনও জারি অপারেশন।
রবিবার সকালেই রমজান মাসের সংঘর্ষবিরতি প্রত্যাহারের কথা জানিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তারপরই সোমবার সকালে জম্মু-কাশ্মীরের বান্দিপোরার এক জঙ্গলে শুরু হয় জঙ্গি নিকেশ অভিযান। একে একে চার জঙ্গি নিকেশ করে সেনাবাহিনী।
#UPDATE J&K: Encounter in Bandipora between security forces and terrorists underway, four terrorists have been killed so far pic.twitter.com/uYQl77YoYr
— ANI (@ANI) June 18, 2018
দিনকয়েক ধরেই একাধিক জঙ্গি কার্যকলাপের সাক্ষী উপত্যকা। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় জঙ্গিরা। অনন্তনাগের সাদোরা স্টেশনের কাছে সেনাবাহিনীর রাইফেল ছিনিয়ে নেওয়া হয়। ওইদিন পুলওয়ামায় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাতে দুজন পুলিশকর্মী ও এক নিরীহের মৃত্যু হয়।
একের পর এক জঙ্গি কার্যকলাপের পরই রমজান মাসের সংঘর্ষবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। অস্ত্রবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তের পরই চার জঙ্গি নিকেশ নিঃসন্দেহে বড়সড় সাফল্য সেনাবাহিনীর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.