সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্ত এলাকা হঠাৎই চারপাশ থেকে শুরু হল গুলির লড়াই৷ গুলির প্রবল শব্দে গগন কেঁপে উঠতে থাকল, শুরু হল চিৎকার৷ কিছুক্ষণের মধ্যে মাটিতে লুটিয়ে পড়লেন চারজন৷ এনকাউন্টারে ত্রস্ত নয়াদিল্লির ছহাতারপুর এলাকার সামগ্রিক পরিস্থিতিকে এই ভাবেই ব্যাখ্যা করলেন এক প্রত্যক্ষদর্শী৷
Spot Visuals: 4 criminals dead, 1 injured in an encounter between Delhi Police Special cell and Rajesh Bharti Gang in Chhatarpur area. 6 police personnel also injured. #Delhi pic.twitter.com/XpJZfzOdcC
— ANI (@ANI) June 9, 2018
শনিবার দুপুরে এই ভাবেই উত্তপ্ত হয়ে উঠল নয়াদিল্লির ছহাতারপুর এলাকা৷ গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান চালায় দিল্লি পুলিশের একটি বিশেষ দল৷ তাঁদের কাছে খবর ছিল, এলাকার একটি ফার্ম হাউসে অনেকদিন ধরেই গা ডাকা দিয়ে রয়েছে দুষ্কৃতি রাজেশ ভারতীর দলবল৷ সেখানেই শনিবার অভিযান চালায় দিল্লি পুলিশের বিশেষ দলটি৷ পুলিশকে দেখেই গুলি চালাতে থাকে দুষ্কৃতিরা৷ পালটা উত্তর দেয় পুলিশও৷ এনকাউন্টারে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুষ্কৃতি রাজেশ ভারতী ও তাঁর দলের আরও তিনজন৷ গুরুতর আহত হয়েছেন কয়েকজন পুলিশ কর্মীও৷ এলাকার পরিস্থিতি এখনও থমথমে বলেই জানা গিয়েছে৷ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে অনেক পুলিশ৷ তবে আতঙ্ক এখনও পিছু ছাড়াছে না এলাকার মানুষদের৷ হঠাৎ করে শান্ত এলাকাকে এমন অশান্ত হতে দেখে এখনও ভয় কাটছে না অনেকের৷
Delhi: 4 criminals dead, 1 injured in an encounter between Delhi Police Special cell and Rajesh Bharti Gang in Chhatarpur area. 6 police personnel also injured. pic.twitter.com/npBZYr5jbO
— ANI (@ANI) June 9, 2018
প্রত্যেককেই চিহ্নিত করা গিয়েছে৷ রাজেশ ছাড়াও মৃতদের মধ্যে রয়েছে তার তিন সাগরেদ বিরোধ, উমেশ ও ভীকু৷ হরিয়ানা পুলিশের জাল কেটে পালিয়ে বেড়াচ্ছিল দুষ্কৃতি রাজেশ৷ ইতিমধ্যেই তার মাথার দাম এক লক্ষ টাকা ঘোষণা করেছিল দিল্লি পুলিশ৷ তার সহযোগী উমেশের মাথার দাম ঘোষণা করা হয়েছিল পঞ্চাশ হাজার টাকা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.