Advertisement
Advertisement

Breaking News

কাশ্মীরে তীব্র জঙ্গিদমন অভিযান, নিকেশ দুই জেহাদি

এলাকাজুড়ে এখনও চলছে তল্লাশি অভিযান৷

Fierce encounter in Kashmir, 2 ultras killed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 25, 2018 11:42 am
  • Updated:July 25, 2018 11:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গো অলআউট’৷ এমনটাই নির্দেশ রয়েছে সেনার কাছে৷ অক্ষরে অক্ষরে সেই নির্দেশ মেনে বুধবার কাশ্মীরে দুই জেহাদিকে খতম করল সেনা৷ উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র৷ এলাকাজুড়ে এখনও চলছে তল্লাশি অভিযান৷

সেনা সূত্রে খবর, অনন্তনাগ জেলায় এদিন ভোর থেকেই শুরু হয় সেনা-জঙ্গি সংঘর্ষ৷ গোপন সূত্রে লালচক এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় সেনাবাহিনী৷ ঘন জনবসতিপূর্ণ ওই এলাকার একটি বাড়িতে ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা৷ সঙ্গে সঙ্গেই ছকে ফেলা হয় অভিযানের নকশা৷ জঙ্গিদের শায়েস্তা করতে সেনা, সিআরপিএফ ও কাশ্মীর পুলিশের একটি যৌথবাহিনী অভিযান শুরু করে৷ ঘিরে ফেলা হয় সমস্ত এলাকা৷ জেহাদিদের পালানোর পথ বন্ধ করতে রাস্তায় বসানো হয় নাকা চেকিং৷ পাশাপাশি পাথর নিক্ষেপকারীদের জমায়েতে বাধা দিতে, বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও৷ জওয়ানদের উপস্থিতির কথা জানতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ পালটা হামলা চালায় সেনা৷ বেশ কিছুক্ষণ ধরে চলা লড়াইয়ের পর নিকেশ হয় দুই জঙ্গি৷ তবে পালাতে সক্ষম হয় বাকিরা৷

মৃত জঙ্গিদের থেকে বেশ কিছু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ এমনিতে আনন্তনাগ জেলা জঙ্গি সংগঠন লস্কর ও হিজবুলের গড় হিসাবে পরিচিত৷ তবে এখনও পর্যন্ত হত জঙ্গিদের পরিচয় জানা যায়নি৷ উল্লেখ্য, থেকে থেকেই লালচকে চলে ভারত বিরোধী বিক্ষোভ৷ পাকিস্তান ও ইসলামিক স্টেটের পতাকা উড়তে দেখা যায় মসজিদে৷ সেই পতাকা হাতে নিয়েই সেনা জওয়ানদের লক্ষ্য করে চলে পাথর নিক্ষেপ৷ এমন পরিস্থিতিতে আর আলোচনা নয়, সেনা অভিযানের পক্ষেই মত কেন্দ্রের৷ চলতি বছরই জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনা চালানোর জন্য দিনেশ্বর শর্মাকে নিযুক্ত করেছিল কেন্দ্র৷ তারপরও একের পর এক জওয়ান ও পুলিশকর্মীকে অপহরণ করে হত্যা করে জঙ্গিরা৷                   

[৩০ টাকা প্রতি লিটারে রাজস্থানে রমরমিয়ে বিকোচ্ছে গোমূত্র]                         

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement