Advertisement
Advertisement

আলিঙ্গনে ইন্দিরাকেও চমকে দিয়েছিলেন কাস্ত্রো

ইহলৌকিক সীমা পেরিয়ে কোনও এক মঞ্চে ‘দাদা’ কাস্ত্রোকে কি আজ পাল্টা আলিঙ্গনে আহ্বান জানালেন ইন্দিরা?

Fidel Castro Surprised Indira Gandhi With A 'Bear-Hug' During His India Visit
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 26, 2016 4:12 pm
  • Updated:November 26, 2016 4:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটু হকচকিয়েই গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী৷ ডাকাবুকো মহিলা হিসেবে তাঁর খ্যাতি সুবিদিত৷ সেই তিনিও একটু চমকে গিয়েছিলেন কাস্ত্রোর ব্যবহারে৷ কথা ছিল, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাতে বিশেষ স্মারক তুলে দেবেন কাস্ত্রো৷ মঞ্চের পিছন থেকে উঠে এসেছেন দু’জনেই৷ সামনে বসে তাবড় রাষ্ট্রনেতারা৷ ইন্দিরা হাত বাড়ালেন স্মারকটি নিতে৷ ফিরিয়ে দিলেন কাস্ত্রো৷ মুখে মিটিমিটি হাসি৷ দ্বিতীয়বার হাত বাড়ালেন ইন্দিরা৷ এবারও কাস্ত্রো নির্বিকার৷ এক পা পিছোলেন ইন্দিরা৷ ফের হাত বাড়ালেন৷ আর এবারেই চমক৷ শুধু ইন্দিরাকে নয়, গোটা বিশ্বকেই চমকে দিয়ে তাঁকে কাছে টেনে নিয়েছিলেন কাস্ত্রো৷ আলিঙ্গনের সেই ক্ষণ ক্যামেরাবন্দি হল৷

ইন্দিরার জমানাতেই ভারতে পা রেখেছিলেন কিউবার এই বিপ্লবী নেতা৷ সালটা ১৯৮৩৷ সপ্তম ‘নন অ্যালাইনড সামিট’fidel-castro-indira-gandhi-hug-1 উপলক্ষে এসেছিলেন তিনি৷ এসেছিলেন বিশ্বের অন্যান্য রাষ্ট্রদূতরা৷ কিউবা ছিল ষষ্ঠ সম্মেলনের আয়োজক দেশ৷ তাই উত্তরসূরির ব্যাটন তথা স্মারক বিজ্ঞান ভবনের উদ্বোধন অনুষ্ঠানে ইন্দিরার হাতে তুলে দেওয়ার কথা ছিল কাস্ত্রোর৷ আর সেই মঞ্চেই গোটা দুনিয়াকে এভাবে চমকে দিয়েছিলেন তিনি৷

Advertisement

কাস্ত্রোর ব্যবহারে প্রথমে একটু বিস্মিতই হয়েছিলেন ইন্দিরা৷ পরে আন্তরিক আলিঙ্গনে লজ্জাও পান৷ গোটা হল সেই মুহূর্তে ফেটে পড়েছিল হাততালিতে৷ সেদিন ইন্দিরাকে বোন সম্বোধন করে কাস্ত্রো জানিয়ে ছিলেন, সম্মেলনের দায়িত্বভার তাঁর হাতে তুলে দিতে পেরে তিনি গর্বিত৷

আজ ৯০বছর বয়সে জীবনের যাত্রাপথে ইতি টেনেছেন তিনি৷ নানাজনের স্মৃতিতে ফিরে ফিরে আসছে বিপ্লবী নেতার স্মৃতির টুকরো৷ তারই মাঝে ফিরে এসেছে কাস্ত্রো-ইন্দিরার সেদিনের আলিঙ্গনের স্মৃতিটিও৷ ইন্দিরা চলে গিয়েছেন আগেই৷ আজ চলে গেলেন কাস্ত্রোও৷ ইহলৌকিক সীমা পেরিয়ে কোনও এক মঞ্চে ‘দাদা’ কাস্ত্রোকে  কি আজ পাল্টা আলিঙ্গনে আহ্বান জানালেন ইন্দিরা? কে জানে, সেই মুহূর্তটি ধরে রাখতে সে দুনিয়ায় কোনও ক্যামেরাম্যান আছেন কি না!

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement