Advertisement
Advertisement
migrant labourers

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর আবেদন, প্রধানমন্ত্রীকে চিঠি অধীর চৌধুরির

দরকারে বিশেষ ট্রেনের ব্যবস্থা করারও অনুরোধ জানিয়েছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ।

'Ferry Migrant Workers To Their States': Adhir Ranjan Writes To PM
Published by: Soumya Mukherjee
  • Posted:April 10, 2020 5:38 pm
  • Updated:September 12, 2020 12:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। এর মাঝেই দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে লকডাউন (Lock down) সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। কেন্দ্রের কাছে মেয়াদ বৃদ্ধির আবেদন করেছে অন্য অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীও। এর ফল দেশজুড়ে মৃত্যুমিছিল কিছুটা হলেও থামানো যাবে বলে মনে করছেন সবাই। কিন্তু, লকডাউনের ফলে দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়ে প্রচণ্ড সমস্যায় ভুগছেন প্রচুর পরিযায়ী শ্রমিকরা। পর্যান্ত খাবার, পোশাক ও প্রয়োজনীয় ওষুধ ছাড়াই কোনও রকমে দিন গুজরান করছেন। এই অবস্থায় তাঁদের ত্রাণকর্তা হিসেবে এগিয়ে এলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করার অনুরোধ জানালেন।

ওই চিঠিতে লোকসভায় কংগ্রেস দলনেতা অধীরবাবু লিখেছেন, ‘মাননীয় শ্রী নরেন্দ্র মোদিজি। আমার থেকেও আপনি খুব ভাল করে জানেন যে লকডাউনের ফলে দেশের বিভিন্ন প্রান্তে প্রচুর পরিযায়ী শ্রমিক আটকে রয়েছেন। তাঁদের কাছে পর্যাপ্ত খাবার, ওষুধ ও প্রয়োজনীয় জামাকাপড় নেই। থাকার জন্য নেই ঘরও। বহুকষ্টে দিন গুজরান করতে হচ্ছে তাঁদের। ভয়াবহ এই পরিস্থিতি থেকে তাঁদের রক্ষার জন্য আপনার কাছে আবেদন জানাচ্ছি আমি। ওই অসহায় মানুষদের বাড়ি পৌঁছানোর জন্য বিশেষ পরিবহণের ব্যবস্থা করলে খুবই ভাল হয়। একান্তই যদি তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া সম্ভব না হয়, তাহলে অন্তত কাছাকাছি জায়গায় পৌঁছে দেওয়া হোক। সেখান থেকে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।’

[আরও পড়ুন: ‘গেটওয়ে’ নেপাল সীমান্ত, ভারতে করোনা আক্রান্তদের ঢোকানোর ষড়যন্ত্র পাকিস্তানের ]

তিনি আরও উল্লেখ করেন, ‘এর জন্য আপনার অফিসের মাধ্যমে বিশেষ ‘কোভিড প্রোটেকশন ট্রেন’-এর ব্যবস্থা করুন। আর তার সাহায্যে অসহায় ও অসহনীয় কষ্টের মধ্যে পড়ে থাকা মানুষগুলিকে নিজেদের এলাকায় ফিরিয়ে দিন। এতে তাঁদের মানসিক কষ্ট কিছুটা দূর করা যাবে। আশাকরি এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ওই মানুষগুলির বাড়ি ফেরার ব্যবস্থা করবেন আপনি।’

[আরও পড়ুন: ‘পাঞ্জাবে ২৭ জন গোষ্ঠী সংক্রমণের শিকার’, জানালেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement