Advertisement
Advertisement

বিমানের সঙ্গে সংঘর্ষের ভয়ে বোর্ডিং বাস থেকে ঝাঁপ যাত্রীদের

এরকম ঘটনা কোনওদিন এর আগে চোখে দেখেননি বলে দাবি যাত্রীদের...

Fearing collision with AI plane, 30 passengers jump out of bus
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 28, 2016 3:27 pm
  • Updated:September 16, 2020 4:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জবলপুর বিমানবন্দরে প্রায় ৩০ জন যাত্রী স্পাইসজেটের কোচ থেকে লাফিয়ে প্রাণে বাঁচলেন! যাত্রী বহনকারী বাসের খুব কাছে চলে এসেছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান৷ যাত্রীরা আশঙ্কা করেন, ওই বিমানটি বাসের গায়ে ধাক্কা মারতে পারে৷ সেই ভয়েই তাঁরা বিমানবন্দরের মাটিতে ঝাঁপ দেন৷ সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার বিমানের উইংস বা ডানা সত্যি সত্যি যাত্রীবাহী বাসের প্রায় কান ঘেঁষে বেড়িয়ে যায়৷

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এয়ার ইন্ডিয়াকে সতর্ক করে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে৷ সূত্রের খবর, এটিআর-৭২ এয়ারক্রাফট পার্কিংয়ের সময় কোনও পেশাদার মার্শাল ছিলেন না৷ একজন হেল্পার বিমানটি পার্কিংয়ের দিকে ঘোরানোর নেতৃত্ব দিচ্ছিলেন৷ নির্ধারিত সময়ের প্রায় ১৫ মিনিট আগে বিমানটি রানওয়ের মাটি ছুঁয়ে পার্কিংয়ের প্রস্তুতি নিচ্ছিল৷ ঠিক ওই একই সময় স্পাইসজেটের বিমানে উঠতে একদল যাত্রী বোর্ডিং কোচে করে টার্মিনালের দিকে যাচ্ছিলেন৷ বিমানের সঙ্গে কোচটির ধাক্কা লাগার উপক্রম হয়৷ প্রাণ বাঁচাতে যাত্রীরা কোচ থেকে লাফিয়ে পড়েন৷ যাত্রীরা এরকম ঘটনা কোনওদিন প্রত্যক্ষ করেননি বলে দাবি করেছেন৷

Advertisement

শনিবার বেলা ১১টা ৫৮ মিনিট নাগাদ স্পাইসজেট ব়্যাম্প স্টাফরা দেখতে পান এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি যাত্রীবাহী কোচের খুব কাছাকাছি চলে আসছে৷ তাঁরা হাত নেড়ে এয়ার ইন্ডিয়ার চালকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেও ব্যর্থ হন৷ এই ঘটনা দেখে ফেলেন এক যাত্রী৷ তিনি চিৎকার করে কোচ থেকে ঝাঁপ দেন৷ তাঁকে দেখে অন্যান্য যাত্রীরাও ঝাঁপিয়ে পড়েন৷ বিমানবন্দরের ডিরেক্টর রামতনু সাহা জানিয়েছেন, এই ঘটনায় স্পাইসজেট অভিযোগ দায়ের করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ-র কাছে৷

যদিও এই অভিযোগ অস্বীকার করে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানের সঙ্গে স্পাইসজেটের যাত্রীবাহী কোচের নিরাপদ দূরত্ব ছিল৷ এয়ার ইন্ডিয়ার পাল্টা অভিযোগ, পার্কিংয়ের পর তাদের টেকনিশিয়ানদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন স্পাইসজেটের কর্মী ও ক্যাপ্টেন৷ তাদের কাছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে বলেও দাবি করেছে এয়ার ইন্ডিয়া৷ যদিও বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শনিবার এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি অবতরণের সময় কোনও পেশাদার মার্শাল উপস্থিত ছিলেন না৷ ভাগ্যক্রমে একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement