Advertisement
Advertisement

Breaking News

New Year celebration

‘নববর্ষ উদযাপন ইসলামবিরোধী’, মুসলিমদের জন্য ফতোয়া জারি ভারতের জামাত প্রধানের

ফতোয়ায় বলা হয়েছে, ইংরেজি নববর্ষ আসলে খ্রিস্টানদের উৎসব।

Fatwa issued against New Year celebrations by All India Muslim Jamaat
Published by: Amit Kumar Das
  • Posted:December 30, 2024 12:50 pm
  • Updated:December 30, 2024 1:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নববর্ষের উদযাপন ইসলামবিরোধী। মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই উৎসব অংশ নেবেন না। এমনই ফতোয়া জারি করল অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন রাজভি। শুধু তাই নয়, একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফতোয়ায় বলা হয়েছে, ইংরেজি নববর্ষ আসলে খ্রিস্টানদের উৎসব। ফলে মুসলিমদের উচিত এই উৎসব থেকে নিজেদের দূরে রাখা।

মুসলিম যুবক যুবতীদের এই উৎসবে যোগ না দেওয়ার আবেদন জানিয়ে রজভি জানান, “যে সব যুবক যুবতীরা ইংরেজি নববর্ষ পালন করেন, তাঁদের জন্য ফতোয়াতে বলা হয়েছে, এই উৎসব পালন করা কোনওভাবেই গর্বের বিষয় নয়।” তাঁর দাবি, “এই উৎসবে যোগ দেওয়া থেকে বিরত থাকার পাশাপাশি কারও সঙ্গে শুভেচ্ছা বিনিময় করাও উচিত নয়। মুসলিম যুবক যুবতীদের স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হচ্ছে তাঁরা যেন এই উৎসবে যোগ না দেন।” ফতোয়াতে বলা হয়েছে, “এই নববর্ষ অন্য ধর্মাবলম্বীদের উৎসব। ইসলামে এই ধরনের উৎসব পালনে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। ফলে মুসলিমদের উচিত নিজেদের ধর্মীয় পথ অনুসরণ করা।”

Advertisement

শুধু তাই নয়, লেখক সলমন রুশদির বিতর্কিত বই ‘সাটানিক ভার্সেস’ ভারতের বিক্রির ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে মুসলিম সংগঠনের তরফে। কেন্দ্রের কাছে এই বই বিক্রির উপর নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছে। মুসলিম সংগঠন ‘জামিয়ত উলমা-ই-হিন্দ’-এর আইনি পরামর্শদাতা মৌলানা কাব রশিদি বলেন, ‘যদি মত প্রকাশের স্বাধীনতা কারও ভাবাবেগে আঘাত করে তাহলে সেটা আইনত অপরাধ। এই বই মুসলিমদের ভাবাবেগে আঘাত করে। ফলে মত প্রকাশের স্বাধীনতার নামে এই বইয়ের বিক্রি কোনওভাবে মানা যায় না। এটা সংবিধান বিরোধী। কেন্দ্রের উচিত ভারতে বইটির উপর নিষেধাজ্ঞা জারি করা।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement