প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য। আর তার জেরে তাঁর মাথা কেটে তা নিয়ে থানায় যাওয়ার অভিযোগ উঠল এক বাবা-ছেলের বিরুদ্ধে। মহারাষ্ট্রের নাসিকে চাঞ্চল্য ছড়িয়েছে এমনই এক ঘটনাকে কেন্দ্র করে।
ঠিক কী অভিযোগ? প্রতিবেশী গুলাব রামচন্দ্র ওয়াঘমারের সঙ্গে দীর্ঘদিন ধরেই ঝগড়া অভিযুক্ত বছর চল্লিশের সুরেশ বোকের। কিন্তু গত বুধবার গোলমাল তুঙ্গে ওঠে। আর তখনই নাকি সুরেশ ও তাঁর ছেলে চড়াও হন গুলাবের উপরে। ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলেন তাঁর মাথা। তারপর সেটা নিয়েই হাজির হন থানায়। স্বাভাবিক ভাবেই এলাকায় হইচই শুরু হয়। সঙ্গে সঙ্গে দুই অভিযুক্তকে আটক করে পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদের ভিত্তিতে।
পুলিশ জানতে পেরেছে গত ৩১ ডিসেম্বর দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পরদিনই খুন হতে হল গুলাবকে। মনে করা হচ্ছে, সুরেশের মেয়েকে এলাকার একটি ছেলের সঙ্গে বাড়ি থেকে পালাতে সাহায্য করেছিলেন গুলাব। আর সেই কারণেই তাঁদের মধ্যে চূড়ান্ত বচসার সূত্রপাত। যা শেষ হল নৃশংস হত্যাকাণ্ডের মধ্যে দিয়েছে। গোটা ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। প্রতিবেশীরা সুরেশের বাড়িতে ভাঙচুর চালিয়েছে। আগুন ধরিয়ে দিয়েছে গাড়িতে। পুলিশ পুরো বিষয়টিই খতিয়ে দেখছে। এলাকার শান্তি বজায় রাখতে এসআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। ওয়াঘমারের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় সুরেশ ও তাঁর ছেলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.