সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কদিন ধরে চলা বিতর্কের পর অবশেষে বেঙ্গালুরুর যুবক অতুল সুভাষের আত্মহত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন তাঁর স্ত্রী নিকিতা সিংহানিয়া। কিন্তু এবার অতুলের বাবা ও ভাইয়ের উদ্বেগ, কেমন আছে অতুল-নিকিতার ৪ বছরের ছোট্ট ছেলে। এখনও পর্যন্ত তার কোনও সন্ধান মেলেনি বলেই অভিযোগ।
অতুলের বাবা পবনকুমার মোদি সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় বলেছেন, ”আমরা কেউই জানি না ও (নিকিতা) আমাদের নাতিকে কোথায় রেখেছে। তাকে কি মেরে ফেলা হয়েছে, নাকি বেঁচে আছে… আমরা কিছুই জানতে পারছি না। আমি আমার নাতিকে আমাদের কাছে পেতে চাই।” সেই সঙ্গেই পবনের দাবি, তিনি কোনওদিন নিজের নাতিকে কোলে নেওয়া দূরে থাক চোখেই দেখেননি। যা কথোপকথন হয়েছে সবই ভিডিও কলে। পুত্রহারা বাবা এবার নিজের নাতিকে কাছে চান। আপাতত তিনি ও তাঁর পরিবারের ঘোর সংশয় নাতির বেঁচে থাকা নিয়েই।
যদিও নাতির নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁকেই অভিযুক্ত করা হয়েছে। সেপ্রসঙ্গে পবন বলছেন, ”আমার নাতির নামে আমার বিরুদ্ধে একটি নতুন মামলা দায়ের হয়েছে। একজন দাদুর কাছে তার নাতি কিন্তু ছেলের থেকেও বেশি।” সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অন্য রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে তাঁর আর্জি, ‘নিরুদ্দেশ’ নাতিকে তাঁর কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন তাঁরা।
এদিকে নিকিতাকে গ্রেপ্তার করার পাশাপাশি তাঁর মা নিশা সিংহানিয়া ও ভাই অনুরাগ সিংহানিয়াকেও আটক করেছে পুলিশ। তাঁরা উত্তরপ্রদেশের জৈনপুরের বাড়িতে পালিয়ে গিয়েছিলেন। সেখান থেকেই তাঁদের আটক করা হয়। কিন্তু অতুল-নিকিতার ছেলেকে নিয়ে উদ্বেগ বাড়ছে। অতুলের ভাই বিকাশ মোদি বলছেন, ”কেউ কেউ গ্রেপ্তার হলেও এখনও সবাই গ্রেপ্তার হয়নি। তবে আমি বিশ্বাস করি বেঙ্গালুরুর পুলিশ যত দ্রুত সম্ভব পদক্ষেপ করবে। তবে আমার সবচেয়ে বড় উদ্বেগ আমার ভাইপোকে নিয়ে। ও এখন কী অবস্থায় আছে এবং কোথায় আছে, সেটাই ভাবছি আমরা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.