Advertisement
Advertisement

Breaking News

Pulwama attack

পুলওয়ামার আত্মঘাতী জঙ্গিকে আশ্রয় দেওয়ার অভিযোগ, ধৃত বাবা ও মেয়ে

ধৃতদের জেরা করে বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Father-daughter duo arrested in Pulwama attack probe

ছবি: প্রতীকী

Published by: Soumya Mukherjee
  • Posted:March 3, 2020 5:58 pm
  • Updated:March 3, 2020 6:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফ (CRPF)-এর কনভয়ে আত্মঘাতী হামলা চালিয়েছিল জইশ-ই-মহম্মদ। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪০ জন জওয়ানের। পরে হাসপাতালে মারা যান আরও ৯ জন। এই ঘটনার এক বছর বাদে আত্মঘাতী জঙ্গি আদিল দার ও তার দুই সঙ্গীকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হল বাবা ও মেয়ে। পুলওয়ামার হাকরিপোরার বাসিন্দা অভিযুক্ত তারিক আহমেদ দার(৫০) ও তার মেয়ে ইনশা জান(২৩)-কে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্ত সংস্থা (NIA)।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারির অনেক আগে থেকেই তারিক ও তার মেয়ের সঙ্গে যোগাযোগ তৈরি হয় জইশ জঙ্গিদের। এর ফলে আদিল দার ও বেশকিছু জইশ জঙ্গি তাদের বাড়িতে বেশ কয়েকবার থেকেও গিয়েছে। পরে তাদের সঙ্গে যোগ দেয় পুলওয়ামার কাকাপোরা এলাকার বাসিন্দা শাকির বাশির মাগরে। নিজের আসবাবের দোকানের আড়ালে জঙ্গিদের অস্ত্র ও অন্যান্য সাহায্য করত।

Advertisement

[আরও পড়ুন: হোলির পরই দিল্লির হিংসা নিয়ে আলোচনা, সংসদে বিক্ষোভের মুখে জানালেন স্পিকার ]

 

সম্প্রতি ওই জইশ জঙ্গিকে পুলওয়ামার হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে এএনআই। আর তাকে জেরা করে জানা যায়, ২০১৮ সালে মহম্মদ উমর ফারুখ নামে পাকিস্তানের এক জইশ জঙ্গির সঙ্গে পরিচয় হয় শাকিরের। এর থেকেই বিভিন্ন জঙ্গি সংগঠনের এজেন্ট হিসেবে কাজ করতে শুরু করে সে। এই কাজে তাকে সবরকম সাহায্য করত তারিক আহমেদ দার ও তার মেয়ে।

[আরও পড়ুন: ‘ওটা কোনও রোগই নয়’, উত্তরপ্রদেশে সোয়াইন ফ্লুতে ১১ জনের মৃত্যুর পরও নির্বিকার যোগী]

ভারতের ইতিহাসের অন্যতম বৃহত্তম জঙ্গি হামলা হয় পুলওয়ামাতে। ১৪ ফেব্রুয়ারি গোটা বিশ্ব যখন প্রেমের দিন হিসেবে পালন করছে, তখনই রক্তাক্ত হয় কাশ্মীরের পুলওয়ামা। সেনা কনভয়ের উপর ফিঁদায়ে হামলায় ৪০ জনেরও বেশি জওয়ান শহিদ হন। পুলওয়ামার সেই নৃশংস স্মৃতি আজও ভুলতে পারেনি ভারতবর্ষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement