Advertisement
Advertisement

অ্যাম্বুল্যান্স নেই, সাইকেলে সন্তানসম্ভবাকে হাসপাতালে পৌঁছলেন বাবা

প্রয়োজনের সময় আবারও দেখা মিলল না অ্যাম্বুল্যান্সের৷

Father cycles pregnant daughter to hospital; no ambulance on call
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 30, 2016 6:15 pm
  • Updated:August 30, 2016 6:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা পরিসেবা নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে৷ গত বুধবার ওড়িশার দানা মাঝি স্ত্রী’র মৃতদেহ কাঁধে নিয়ে হেঁটে গিয়েছিলেন ১০ কিলোমিটার৷ কারণ স্ত্রী’র দেহ নিয়ে যাওয়ার জন্য শববাহী গাড়ি দিতে পারেনি স্থানীয় হাসপাতাল৷ এবার মধ্যপ্রদেশে সন্তানসম্ভবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সের জোগাড় করতে পারল না পরিবার৷ বহুবার অ্যাম্বুল্যান্স ডাকার পরেও শেষে গাড়ি না পাওয়ায়, প্রসব যন্ত্রণায় কাতর মহিলাকে সাইকেলে করে হাসপাতালে নিয়ে গেলেন তাঁর বাবা৷

মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলার পার্বতী শেষে প্রসব যন্ত্রণা নিয়েই বাবার সাইকেলে হাসপাতালের দিকে রওনা হলেন৷ ছয় কিলোমিটার পথ এভাবে অতিক্রম করে নানহে ভাই মেয়েকে হাসপাতালে পৌঁছলে সেখানে পার্বতী পুত্র সন্তানের জন্ম দেন৷

Advertisement

কিন্তু প্রশ্ন ওঠে আবারও, প্রয়োজনের সময় অ্যাম্বুল্যান্স চেয়েও পাওয়া যায়না কেন? সম্প্রতি মধ্যপ্রদেশ প্রশাসন রাজ্যে ‘জনানি এক্সপ্রেস’ নামের এক প্রকল্প চালু করে৷ সেই প্রকল্পর মাধ্যমেই অসুস্থ গ্রাম্য মহিলাদের হাসপাতালে পৌঁছনোর কথা বলা হয়েছিল৷ কিন্তু এত ঘটা করে প্রকল্প চালু করলেও আখেরে লাভ কিছুই হল না৷ প্রয়োজনের সময় আবারও দেখা মিলল না অ্যাম্বুল্যান্সের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement