সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাতিদারদের সংরক্ষণের দাবিতে অনশনে বসেছেন গুজরাটের প্যাটেল সম্প্রদায়ের নেতা হার্দিক প্যাটেল। গত ২৫ আগস্ট থেকে নিজের বাড়িতেই ১০ দিন ধরে অনশন করছেন হার্দিক। কিন্তু দাবি মানা তো দূর, তাঁর সঙ্গে এখনও পর্যন্ত সরকারের কোনও প্রতিনিধি দেখাও করতে আসেননি। এদিকে সরকার যতদিন না পর্যন্ত দাবির মানার আশ্বাস দেবে, ততদিন পর্যন্ত অনশন চলবে বলে ঘোষণা করেছেন হার্দিক প্যাটেল। প্রয়োজনে আমরণ অনশনেও পিছুপা হবেন না ৩৫ বছর বয়সী এই যুবনেতা।
এদিকে টানা ৯দিনের অনশনের পর রবিবার হার্দিকের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। চিকিৎসকরা জানাচ্ছেন, দ্রুত অনশন প্রত্যাহার না করলে বিপদ হতে পারে বড়সড়। এরই মধ্যে রবিবার নিজের সম্পত্তির দানপত্র অর্থাৎ ‘উইল’ করলেন পাতিদার নেতা। পাতিদার আমানত আন্দোলন সমিতির তরফে জানানো হয়েছে, মৃত্যুর পর নিজের চোখদুটি দান করে দিয়ে যেতে চান হার্দিক। তাঁর সম্পত্তি তিনি বাবা-মা-বোন এবং পাটিদার আন্দোলনে নিহত হওয়া ১৪ জন শহিদের পরিবারকে দিয়ে যেতে চান। হার্দিকের উইল অনুযায়ী, তাঁর নগদ ৫০ হাজার টাকা রয়েছে। এই ৫০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা হার্দিক লিখে দিয়েছেন তাঁর বাবা-মায়ের নামে। বাকি টাকা স্থানীয় একটি গোশালাকে দান করেছেন পাটিদার নেতা। হার্দিকের নামে একটি গাড়ি ছিল। মৃত্যুর পর সেই গাড়ি বিক্রির টাকা পাবেন তাঁর বাবা-মা ও পাটিদার শহিদদের পরিবারের। হার্দিকের আত্মজীবনীর স্বত্ব বাবদ যে টাকা মিলবে তাও ওই একই ভিত্তিতে ভাগ করে দেওয়া হবে।
হার্দিক অনশন শুরু করার পর থেকেই গোটা দেশের বিরোধী দলগুলির প্রতিনিধিরা তাঁর সঙ্গে দেখা করেছেন। গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরাও। সকলেই তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন। যদিও, গুজরাটের বিজেপি সরকারে এখনও সংরক্ষণ নিয়ে কোনওরকম পদক্ষেপ করেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.