Advertisement
Advertisement

Breaking News

Farooq Abdullah

লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরলেন ফারুক আবদুল্লা, আচমকা ‘সন্ন্যাস’ কেন?

ছেলে ওমর জানালেন প্রবীণ নেতার ভোটে না লড়ার কারণ।

Farooq Abdullah Won't Contest Lok Sabha Polls 2024
Published by: Kishore Ghosh
  • Posted:April 3, 2024 6:25 pm
  • Updated:April 3, 2024 6:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন না ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা (Farooq Abdullah)। বুধবার এই বিষয়ে জানালেন ফারুকের ছেলে ওমর আবদুল্লা। কিন্তু কেন ভোটে লড়বেন না জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী? ওমর জানিয়েছেন, স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন ৮৬ বছরের প্রবীণ নেতা। সেই কারণেই আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

দীর্ঘ কয়েক দশক ধরে ভূস্বর্গের রাজনীতিতে অন্যতম নাম ফারুক। নেতার ব্যক্তিগত করিশ্মা ছিল ন্যাশনাল কনফারেন্সের অন্যতম ইউএসপি। ১৯৮০ সাল থেকে ২০১৯ পর্যন্ত মোট চারবার শ্রীনগর থেকে সাংসদ হয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ২০০২ এবং ২০০৯ সালে রাজ্যসভার সাংসদ হন প্রবীণ নেতা। ওই বছরের মে মাসে পদত্যাগ করে শ্রীনগর লোকসভা আসনে ভোটে দাঁড়ান এবং জেতেন। যদিও ২০১৪ সালে ওই আসনে পিডিপির তারিখ হামিদ কাররার কাছে হেরে যান। যদিও ২০১৯ সালে ফের জয়ের মুখ দেখেছিলেন।

Advertisement

 

[আরও পড়ুন: প্রধান বিচারপতির সামনেই আত্মহত্যার চেষ্টা, কর্নাটক হাই কোর্টের ঘটনায় চাঞ্চল্য]

বুধবার শ্রীনগরের উপকণ্ঠে রাওয়লপোরা এলাকায় ন্যাশনাল কনফারেন্সের কর্মিসভায় যোগ দিয়েছিলেন ওমর। সেখানে তিনি বলেন, ‘আমাদের নেতা ফারুক আবদুল্লা স্বাস্থ্যের কারণে লোকসভা ভোটে লড়বেন না। তিনি এই বিষয়ে দলের সাধারণ সম্পাদক আলি মহম্মদ সাগর-সহ অন্য নেতাদের অনুমতি নিয়েছেন।’ উল্লেখ্য, এবার ‘ইন্ডিয়া’র তরফে ন্যাশনাল কনফারেন্সের টিকিটে ওমর আবদুল্লা শ্রীনগরে, রহুল্লা মেহদি বারামুলায় এবং মিঞা আলতাফ নবগঠিত অনন্তনাগ-রজৌরি লোকসভা থেকে প্রার্থী হচ্ছেন। অনন্তনাগ-রজৌরিতে পিডিপিও প্রার্থী দেওয়ায় জোটের ভবিষ্যত শংসয় তৈরি হয়েছে। 

 

[আরও পড়ুন: এ কোন সমাজ! রাস্তায় লাঠি দিয়ে মা’কে মার, চুপচাপ ‘গুণধর’ ছেলের কাণ্ড দেখল পথচারীরা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement