বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: প্রয়াত বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে না দিয়ে পার্টি ঐতিহাসিক ভুল করেছিল! তিন দশক পর তা আরও একবার খুঁচিয়ে দিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। শনিবার দিল্লিতে সীতারাম ইয়েচুরির স্মরণসভায় কার্যত ক্ষোভ উগড়ে প্রবীণ নেতার বক্তব্য, “সীতারাম ও আপনারা মিলে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেননি। আমরা চেয়েছিলাম উনি প্রধানমন্ত্রী হন। জ্যোতি বসু প্রধানমন্ত্রী হলে আজ দেশের অবস্থা এমন হতো না।” ফারুক আবদুল্লাহ যখন ক্ষোভ উপড়ে দিচ্ছেন, তখন পাশেই বসেছিলেন সেই সময় পার্টিতে জ্যোতি বসুর বিরোধী প্রকাশ কারাট। জ্যোতি বসু যাতে কোনওভাবেই প্রধানমন্ত্রীর কুরসিতে বসতে না পারেন, সেসময় আপ্রাণ সেই চেষ্টা চালিয়েছিলেন। তখন ইয়েচুরিও প্রকাশকে সমর্থন করেছিলেন। কেন্দ্রীয় কমিটিতে সংখ্যালঘু হয়ে যান জ্যোতি বসু। ফলে তাঁর আর প্রধানমন্ত্রী হওয়া হয়নি।
জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট চলছে। আগামী মঙ্গলবার শেষ দফা। তার মধ্যেই দিল্লিতে সীতারামের স্মরণ সভায় ফারুক আবদুল্লাহর উপস্থিতি খানিকটা অবাক করে দেয় সকলকে। কেন তিনি স্মরণসভায় এসেছেন, তাও স্পষ্ট করে দেন ন্যাশনাল কনফারেন্সের এই প্রবীণ নেতা। জ্যোতি বসুর প্রধানমন্ত্রী না হতে পারাটা আজও যে তাঁদের মানসিক যন্ত্রণা দেয়, মঞ্চে দাঁড়িয়ে সে কথাও স্পষ্ট করেন। জানান, ”শুধু এই কথাগুলো বলব বলেই আজ দিল্লিতে এসেছি। সভা শেষ করেই আবার ফিরে যাব।” এদিন সভায় হাজির কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের বাকি শরিক দলের নেতৃত্বের বক্তব্যে বার বার ঘুরে ফিরে আসে বিজেপি বিরোধী জোট গঠনে সীতারামের ভূমিকার প্রসঙ্গ।
শুধু INDIA জোট নয়। ২০০৪ সালে প্রথম ইউপিএ সরকার গঠনের সময় সীতারামের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি জানান, এবার ইন্ডিয়া জোট গঠনের অন্যতম কারিগর ছিলেন ইয়েচুরি। কীভাবে বিজেপি বিরোধী জোট গঠন করা যায় তা নিয়ে বেশ কয়েকবার সোনিয়া ও রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন সীতারাম। যদিও এখন অনেকেই ইন্ডিয়া জোট গঠনের কারিগর বলে দাবি করছেন। প্রথম ইউপিএ সরকারের প্রসঙ্গে ফারুক আবদুল্লাহর বক্তব্য, ১০০ দিনের কাজের প্রকল্প শুরু করার প্রস্তাব দেন সিপিএমের প্রয়াত সাধারণ সম্পাদক। আবার রাজনীতির বাইরে যাঁরা থাকেন, তাঁদের চোখে সবসময় রাজনীতির নেতিবাচক দিকগুলি ধরা পড়ে। কিন্তু সীতারামের ক্ষেত্রে তা হয়নি বলে মত রাহুল গান্ধীর। তাঁর মতে, আদর্শগতভাবে প্রবল বিরোধী রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেও বন্ধুর মতো আচরণ করতেন বলে সকলের কাছে সমান জনপ্রিয় ছিলেন ইয়েচুরি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.