Advertisement
Advertisement

Breaking News

জাতীয় সংগীতের অবমাননায় অভিযুক্ত ফারুখ, ভাইরাল ভিডিও

কংগ্রেস নেত্রী অম্বিকা সোনি বলেছেন, “কী হয়েছে আমি জানি না৷ কিন্তু জাতীয় সংগীত বাজানো হলেই আমাদের উঠে দাঁড়ানো উচিত৷”

Farooq Abdullah talking on phone during the national anthem at Mamata Banerjee's oath taking ceremony
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2016 12:09 pm
  • Updated:May 28, 2016 12:14 pm  

স্টাফ রিপোর্টার: মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে এসে বিতর্কে জড়ালেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা৷ জাতীয় সংগীতের অবমাননা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে৷ এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ তির্যক মন্তব্য আসতে শুরু করেছে নেটিজেনদের কাছ থেকেও৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে তখন জাতীয় সংগীত বাজানো হচ্ছে৷ এক মিনিটের ভিডিওটিতে দেখা গিয়েছে, মমতা-সহ তাঁর মন্ত্রিসভার সমস্ত সদস্য, উপস্থিত অভ্যাগতরা দাঁড়িয়ে ‘অ্যাটেনশন’-এর ভঙ্গিতে৷ আর, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলে চলেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ জাতীয় সংগীতের অবমাননা করায় প্রায় সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে যায়৷ একজন মন্তব্য করেন, “একজন জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক ফারুখ আবদুল্লা কীভাবে দেশ ও জাতীয় সংগীতকে অসম্মান করতে পারেন?” বাকিরা অধিকাংশই ঘটনাটিকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন৷ এ বিষয়ে কংগ্রেস নেত্রী অম্বিকা সোনি বলেছেন, “কী হয়েছে আমি জানি না৷ কিন্তু জাতীয় সংগীত বাজানো হলেই আমাদের উঠে দাঁড়ানো উচিত৷”

Advertisement

দেখুন সেই বিতর্কিত ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement