সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীর এবং লাদাখের জনগণের সাংবিধানিক অধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত তিনি মরবেন না বলে জানিয়েছিলেন ফারুখ আবদুল্লা। এই মন্তব্যের পালটা জবাব দিতে গিয়ে শনিবার তাঁকে তীব্র কটাক্ষ করলেন শিবসেনার মুখপাত্র ও রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত। ন্যাশনাল কনফারেন্সের প্রধান ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাকিস্তানে গিয়ে ৩৭০ ধারা (Article 370) চালু করার পরামর্শ দিলেন।
এপ্রসঙ্গে সঞ্জয় রাউত (Sanjay Raut) বলেন, ‘ফারুখ আবদুল্লা যদি চান তাহলে পাকিস্তানে গিয়ে ৩৭০ ধারা চালু করতে পারেন। কারণ, ভারতে ৩৭০ আর ৩৫-এ ধারার কোনও জায়গা নেই। তাই ন্যাশনাল কনফারেন্সের সুপ্রিমোর উচিত পাকিস্তানে গিয়ে এগুলি চালু করা।’
শুক্রবার শ্রীনগরে অবস্থিত ন্যাশনাল কনফারেন্সের সদর দপ্তরে দলের নেতা-কর্মীদের সঙ্গে আগামিদিনের কর্মসূচী নিয়ে বৈঠক করছিলেন ফারুখ আবদুল্লা (Farooq Abdullah) । সেখানেই কথা প্রসঙ্গে ৩৭০ ধারা প্রত্যাহারের বিষয়ে সওয়াল করে তিনি। বলেন, ‘আমাদের মানুষগুলির জন্য কিছু করতেই এখানে এসেছি আমি। তাই যতক্ষণ পর্যন্ত না জম্মু ও কাশ্মীর এবং লাদাখের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ আমি মরব না। ১৯৪৭ সালে যদি জম্মু ও কাশ্মীর পাকিস্তানের যোগ দিত তাহলে এখন এই বিষয়ের আলোচনার কোনও দরকার থাকত না। কিন্তু, একজন মহান নেতা শেখ মহম্মদ আবদুল্লার দূরদর্শিতার ফলে এই রাজ্য ধর্মনিরপেক্ষ ভারতে অর্ন্তভুক্ত হয়। তখনই কিন্তু, ৩৭০ ধারা চালু করা হয়েছিল। তবে এখন মানুষকে ভুল বুঝিয়ে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা হল। এটাই বিজেপির স্বভাব।’
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে চিনের সমর্থনে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফিরিয়ে নিয়ে আনা হবে মন্তব্য করেছিলেন ফারুখ আবদুল্লা। তাঁর এই মন্তব্যের জেরে দেশজুড়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.