Advertisement
Advertisement

Breaking News

বাজপেয়ীর ভাবনাতেই সমাধান সম্ভব কাশ্মীর সমস্যার, মত ফারুকের

এভাবে কি উপত্যকার অশান্তি রোখা যাবে?

Farooq Abdullah Asks PM Modi To Go For “A Unilateral Ceasefire' with Pakistan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 15, 2017 9:59 am
  • Updated:May 15, 2017 9:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্তি দিনের পর দিন বেড়েই চলেছে৷ যুদ্ধবিরতি লঙ্ঘন যেন এখন অতি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে জম্মু-কাশ্মীর সীমান্তের ক্ষেত্রে৷ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের জ্বালা মেটাতে বর্বরতার সমস্ত সীমা পেরিয়ে গিয়েছে পাকিস্তান৷ একদিকে সীমান্তে পাক সেনার ক্রমাগত সিজ ফায়ার অব্যাহত, আবার অন্যদিকে পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালিয়ে যাচ্ছে উপত্যকার অভ্যন্তরে৷ এই অশান্তি রোখার নয়া দাওয়াই বাতলালেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. ফারুক আবদুল্লা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ‘একতরফা যুদ্ধবিরতি’র আবেদন জানিয়েছেন তিনি৷ তাঁর ধারণা, কেবলমাত্র এভাবেই কাশ্মীর সমস্যা সমাধান সম্ভব৷

[মন্ত্রিসভায় চন্দ্রিমা-উজ্জ্বল, দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী]

Advertisement

আবদুল্লা জানান, কাশ্মীদের পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানিয়েছেন তিনি৷ এটি নিছক বিশৃঙ্খলার পরিস্থিতি নয়, রাজ্যের পরিস্থিতি এতটাই খারাপ যে এ নিয়ে এখনই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত৷ ভারত কখনওই যুদ্ধ চায় না৷ কারণ যুদ্ধ হামেশা সকলের ক্ষেত্রে ক্ষতিকরই হয়ে থাকে৷ তাই ভারতের মতো দেশ শান্তি চায়৷ এই কারণেই মোদিকে তাঁর পূর্বসূরি অটলবিহারী বাজপেয়ীর পদাঙ্ক অনুসরণ করার পরামর্শ দিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা৷ তাঁর মতোই আলাপ-আলোচনার পথ প্রশস্ত করতে প্রধানমন্ত্রীর কাছে ‘একতরফা যুদ্ধবিরতি’র আবেদন জানিয়েছেন তিনি৷

[ATM ব্যবহার করেন? এই বিষয়ে সাবধান করছে রিজার্ভ ব্যাঙ্ক]

প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘একতরফা যুদ্ধবিরতি’র কথা তুলেছিলেন জম্মু-কাশ্মীরেরই আরেক বিধায়ক এআর রশিদ৷ তিনি বলেন, নয়াদিল্লি যদি সত্যিই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় তাহলে কাশ্মীরে সমস্ত রকম সেনা অভিযান বন্ধ করতে হবে আর ‘একতরফা যুদ্ধবিরতি’ ঘোষণা করতে হবে৷ তবে, সম্প্রতি ঘটে গিয়েছে বিএসএফ হেড কনস্টেবল প্রেমসাগর ও নায়েব সুবেদার পরমজিৎ সিংয়ের মুণ্ডচ্ছেদের ঘটনা৷ তারপর নির্মমভাবে ভারতীয সেনার তরুণ লেফটেন্যান্ট উমর ফয়াজকে হত্যার ঘটনার পর একতরফা যুদ্ধবিরতির সিদ্ধান্ত ভারত অন্তত নেবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷

[চিন-পাকিস্তানের OBOR প্রকল্পে প্রবল বিক্ষোভ পাক-অধিকৃত কাশ্মীরে]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement