Advertisement
Advertisement

শুরু কিষাণ যাত্রা, কৃষকদের প্রতিবাদ মিছিলে স্তব্ধ হতে চলেছে রাজধানী

স্বাধীন ভারতে এই প্রথম, একই দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপাল ২০০টি কৃষক সংগঠন৷

Farmers to Protest in Delhi
Published by: Kumaresh Halder
  • Posted:November 29, 2018 3:51 pm
  • Updated:November 29, 2018 3:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের পর এবার রাজধানী দিল্লির রাজপথে আছড়ে পড়তে চলেছে কৃষক বিদ্রোহ৷ নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে দিল্লি অভিমুখে রওনা হয়েছেন দেশের অন্তত এক লক্ষ কৃষক৷ নিজেদের দাবি-দাওয়া কেন্দ্রের কানে পৌঁছে দিতে টানা দু’দিনের কর্মসূচিতে নেমেছেন পশ্চিমবঙ্গ-সহ ১০ রাজ্যের প্রান্তিক কৃষকরা৷ বিভিন্ন দলে ভাগ হয়ে রাজধানী ঘেরাও করার পরিকল্পনাও নেওয়া হয়েছে কৃষক সংগঠনের তরফে৷

[পৃথিবীর উপর নজর রাখতে মহাকাশে ‘ছোটা ভীম’ পাঠাল ISRO]

জানা গিয়েছে, রাজধানীর তিন প্রান্ত থেকে আসা প্রান্তিক কৃষকদের মিছিল আজ, বৃহস্পতিবার পৌঁছবে রামলীলা ময়দানে৷ মিছিল পৌঁছনোর পর শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান৷ ওই অনুষ্ঠানে অংশ নেবেন কৃষক পরিবারের সদস্যরাই৷ রাজধানীর হাড়কাঁপানো শীতকে উপেক্ষা করে খোলা আকাশের নিচে গোটা রাত কাটাবেন অন্তত এক লক্ষ কৃষক৷ পর দিন শুক্রবার রয়েছে চূড়ান্ত পর্যায়ের কর্মসূচি৷ ওই দিন মিছিল যাবে সংসদ ভবনের উদ্দেশ্যে৷ সংসদ ভবনের সামনে একযোগে বিক্ষোভ দেখাবেন এক লক্ষ কৃষক৷ জানা গিয়েছে, ফসলের সহায়কমূল্য বৃদ্ধি, কৃষক ও খেতমজুরদের ফসলের ন্যায্য দাম, স্বামীনাথন কমিশনের সুপারিশ রূপায়ণ এবং ঋণ মকুবের দাবিতে রাজধানী অচল করার ডাক দিয়েছে সারা ভারত কিষাণ সংঘর্ষ সমন্বয় কমিটি৷ অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাডু, তেলেঙ্গানার কমপক্ষে ২০০টি কৃষক সভার যৌথ উদ্যোগে চলছে কৃষকদের ঐক্যবদ্ধ লড়াই৷ লড়াইয়ে নেমেছেন পশ্চিমবঙ্গের কয়েকশো কৃষক৷

Advertisement

[কাশ্মীরে সেনার গুলিতে ঝাঁঝরা আরও দুই লস্কর জঙ্গি]

কমপক্ষে ২০০টির বেশি কৃষক সংগঠনের ডাকা এই বৃহত্তর আন্দোলন স্বাধীন ভারতে এই প্রথম৷ সারা ভারত কৃষকসভার সভাপতি অশোক ধাওয়াল সংবাদমাধ্যমে জানিয়েছে, ‘‘গত ১৮ মাসে দেশের বিভিন্ন প্রান্তে কিছু না হলেও একাধিক লং মার্চ করা হয়েছে৷ আগস্টে জেল ভরো, সেপ্টেম্বরে কৃষক-শ্রমিক যুক্ত কর্মসূচির পরে এই দু’দিনের অভিযান৷’’ তবে, রাজধানীতে সংসদ ভবন অভিযানই যে কর্মসূচি নয়, তা সাফ জানিয়ে দিয়েছেন কৃষক সংগঠনের নেতারা৷ তাঁদের হুঁশিয়ারি, ‘‘এখানেই শেষ নয়৷ আমাদের দাবি পূরণ না হলে ট্রেড ইউনিয়নের ডাকা আগামী ৮-৯ জানুয়ারি দেশজোড়া সাধারণ ধর্মঘটে আমরাও সামিল হব৷ খেতে না পাওয়া দেশের কৃষকরা বুঝিয়ে দেবেন, কীভাবে দেশ স্তব্ধ করে দিতে হয়৷’’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement