Advertisement
Advertisement

প্রাণের মায়া ত্যাগ করে জম্মু ও কাশ্মীরে বাসমতি চাষ কৃষকদের

পাকিস্তানের গোলাবারুদকে উপেক্ষা করেই সুগন্ধ সমৃদ্ধ বাসমতি চালের চাষ করছেন কৃষকরা৷

Farmers risk lives to harvest basmati rice along J&K border
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 7, 2016 8:19 pm
  • Updated:November 7, 2016 8:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের আর এস পুরা অঞ্চলটিতে বেশ ভাল বাসমতি চালের চাষ হয়৷ ধান তোলার সময়েরও আর বেশিদিন বাকি নেই৷ এই অবস্থায় চাষ করতে না পারা, মাঠে যেতে না পারা যে ঠিক কী কষ্টের তা বলে বোঝানো যাবে না৷ চাষ করতে গেলে একদিকে প্রাণের ভয় রয়েছে সর্বক্ষণ৷ কখন পাক সেনাবাহিনীর গুলিবর্ষণে প্রাণ যায়, এ যেমন এক দুশ্চিন্তার কারণ, অন্যদিকে চাষ না করতে পারলে যে ভাত জুটবে না তাও চিন্তায় রেখেছে স্থানীয় কৃষকদের৷ এমন উভয়সংকট অবস্থায় শেষে প্রাণের তোয়াক্কা না করেই মাঠের দিকে গিয়েছেন আর এস পুরা অঞ্চলের কৃষকরা৷ পাকিস্তানের গোলাবারুদকে উপেক্ষা করেই সুগন্ধ সমৃদ্ধ বাসমতি চালের চাষ করছেন কৃষকরা৷

সীমান্তবর্তী এলাকায় এই পরিস্থিতিতে কেন কৃষকরা চাষ করতে যাচ্ছেন প্রাণের ঝুঁকি নিয়ে?

Advertisement

কৃষকরা জানাচ্ছেন, মোট ১৩০ কোটি টাকার ফসল ফলে সীমান্তবর্তী ওই অঞ্চলে৷ আর তাই ঠিক সময়ে ফসল তুলতে না পারলে বিরাট ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবন রয়েছে৷ তাঁদের তরফ থেকে জানানো হয়েছে, আগে ভারত-পাক পরিস্থিতি এবং ক্রমাগত বারুদ আদান-প্রদানের ফলে বহু ফসল এবং জমি নষ্ট হয়ে গিয়েছে৷ কার্গিল যুদ্ধের সময়ও ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছিলেন স্থানীয় কৃষকরা৷ আর এবার, আবারও একই পরিস্থিতির মোকাবিলা করতে একপ্রকার বাধ্য হচ্ছেন তাঁরা৷

এই অঞ্চলে থেকে কৃষিকাজ চালিয়ে যাওয়া এখন যেন তাঁদের কাছে অভিশাপ৷ শুধু তাই নয়, জানা গিয়েছে অত্যাধিক গুলি বিনিময়ের ফলে ওই অঞ্চলে মোট ১৭,৭৪২ হেক্টর ধানি জমি নষ্ট হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন কৃষকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement