Advertisement
Advertisement

Breaking News

Farmers Protest farm laws

আইন প্রত‌্যাহারের দাবিতে অনড় কৃষকরা, এমএসপি’র আশ্বাসেও উঠল না বিক্ষোভ

শনিবার ফের বৈঠক।

Farmers Protest: Govt keeps door open for negotiation on farm laws, next meet with farmers on Dec 5
Published by: Subhajit Mandal
  • Posted:December 4, 2020 8:47 am
  • Updated:December 4, 2020 8:47 am  

স্টাফ রিপোর্টার: তিন নয়া কৃষি আইনের (Farm Laws) বিরুদ্ধে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির সঙ্গে কেন্দ্রের আলোচনা দ্বিতীয় দিনেও আশ্বাসেই শেষ হল। মিলল না কোনও সমাধানসূত্র। সাত ঘণ্টার বৈঠকে আগের মতোই আইন প্রত‌্যহারের দাবিতে অনড় থেকেছে কৃষক সংগঠনগুলি, আর কেন্দ্রের তরফে ন্যূনতম সহায়ক মূল‌্য (MSP) এবং আদালতে মামলার দাবি নিয়ে কিছুটা সুর নরম করা হয়েছে।

সরকারের আশ্বাস, এমএসপি-তে হাত দেওয়া হবে না। আদালতে যাওয়ার দাবিও বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর (Narendra Singh Tomar) বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, সরকারের কোনও ইগো নেই। সরকার খোলা মন নিয়েই কৃষকদের সঙ্গে আলোচনা করতে চায়। শনিবার ফের বৈঠক। নতুন কৃষি আইন নিয়ে কৃষকদের বিক্ষোভ (Farmers Protest) শুক্রবার ন’দিন হল। এর মধ্যে তিন বার কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেছে কেন্দ্র। কিন্তু কোনও বৈঠক থেকেই সমাধানসূত্র বেরিয়ে আসেনি। বৃহস্পতিবার চতুর্থ দফার বৈঠকের দিকে তাকিয়ে ছিল সারা দেশে। তাতেও মিলল না সমাধান। বৈঠকের পর কৃষিমন্ত্রী তোমর বলেন, “আগের বৈঠকে ও এদিনের বৈঠকে বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে। যা নিয়ে উদ্বেগ রয়েছে কৃষকদের মধ্যে। সরকারের কোনও ইগো বা অহংকার নেই। খোলা মনে কৃষকদের সঙ্গে আলোচনা করে সমস‌্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।” তিনি আরও বলেন, নতুন আইন কার্যকর হলে নূন‌্যতম সহায়ক মূল‌্য শেষ হয়ে যাবে বলে মনে করছেন কৃষকরা। আর সে কারণেই তাঁরা উদ্বিগ্ন। কৃষিমন্ত্রী জানিয়ে দেন, এমএসপি নতুন কৃষি আইনের অংশ নয়। তাই বিষয়টিতে কোনও পরিবর্তন করা হবে না। বরং সরকার এমএসপিগুলিকে আরও শক্তিশালী করার জন‌্য কাজ করবে।

Advertisement

[আরও পড়ুন: ‘সত্যিই লাঠি চালিয়েছে পুলিশ, প্রচণ্ড মেরেছে’, বলছেন কৃষক বিক্ষোভের সেই ‘পোস্টার বয়’]

বৈঠকের পর কৃষক প্রতিনিধিরা তাঁদের বিক্ষোভ-ধরনা স্থলে ফিরে যান। কেন্দ্রীয় মন্ত্রী পীষূষ গোয়েল (Piyush Goyal) বলেন, সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে তাঁদের সভাস্থলে পাঠানো হয়েছে। তোমর জানান, নতুন কৃষি আইন অনুযায়ী কৃষকরা এসডিএম আদালতে মামলা দায়ের করতে পারেন। কিন্তু কৃষকরা সরাসরি ফৌজদারি আদালতে যাওয়ার দাবি জানিয়েছেন। সরকার তাঁদের এই দাবি বিবেচনা করার আশ্বাস দিয়েছে। তিনি বলেন, সরকার খোলা মনে আলোচনা করছে তাই তাঁদের আন্দোলন প্রত‌্যহারের অনুরোধ করা হয়েছে। এদিনের বৈঠকে সরকার পক্ষে উপস্থিত ছিলেন বাণিজ‌্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং তাঁর দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সোম প্রকাশ।

[আরও পড়ুন: ‘সরকারি অন্ন গ্রহণ করব না’, কেন্দ্রের ডাকা বৈঠকেও লঙ্গরের খাবারই খেলেন কৃষকরা]

এদিন বৈঠকে কৃষকদের তরফে দাবি করা হয়েছে, দ্রুত শীতকালীন অধিবেশন ডেকে কৃষি আইন নিয়ে আবার আলোচনা করে এই আইন সংশোধন করে নতুনভাবে আনা হোক। ভারতীয় কিসান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত বলেন, “সরকারের পক্ষে শুধু এমএসপি নিয়েই কথা বলা হল এদিন। তবে আমাদের দাবি তিনটি আইন প্রত‌্যাহার। যাই হোক এদিনের মিটিংয়ে কিছুটা তো সদুত্তর মিলল। শনিবার দেখা যাক কী হয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement